পঞ্চগড়ে জুয়া খেলার সরঞ্জাম সহ দুই জুয়াড়ি গ্রেপ্তার

 

এনামুল, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় জুয়া খেলার সরঞ্জাম সহ দুই জুয়াড়িকে গ্ৰেপ্তার করেছে বোদা থানা পুলিশ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল সারে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোছাঃ রুনা লায়লার নেতৃত্বে মাড়েয়া ইউনিয়নের গুচ্ছগ্ৰাম নতুন বস্তি গ্ৰামের করতোয়া নদী সংলগ্ন জুয়ার আসরে অভিযান পরিচালনা করে বোদা থানা পুলিশ।

অভিযানে, জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৫ হাজার ১শত টাকা সহ রতন কুমার রায় (৪৯) ও মোঃ দুলাল হোসেন (৫৩) নামে দুই জুয়াড়িকে গ্ৰেপ্তার করা হয়।

রতন কুমার রায় দেবীগঞ্জ উপজেলার লক্ষীরহাট কাটনহারী এলাকার উমেশ চন্দ্র রায়ের ছেলে এবং মোঃ দুলাল হোসেন মাড়েয়া শিকারপুর এলাকার মৃত সহিমদ্দীনের ছেলে।

জুয়াড়ি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, গতকাল দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে দুই জুয়াড়িকে গ্রেপ্তারকরা হয়।পরে আইনগত প্রক্রিয়া শেষে আজ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তারাকান্দায় আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

ময়মনসিংহের তারাকান্দায় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভার ৩ মার্চ বৃহস্পতিবার তারাকান্দা প্রেসক্লাবের অস্থায়ী কার্য়লয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নয়ন। বিশেষ অতিথি ছিলেন, তারাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি রফিক বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন, তারাকান্দা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি সাগর তালুকদার, দৈনিক আমাদের সময় প্রতিনিধি নাজমুল হক,দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি শামিম হোসাইন, দৈনিক আমার বার্তা প্রতিনিধি শাকিল আহমেদ লিখনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমূখ।

প্রধান অতিথি আমার সংবাদ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। তিনি বক্তব্যে বলেন সাংবাদিকবৃন্দরা হলো সমাজের দর্পন। তাদের লিখনির মাধ্যমে সমাজের অবহেলিত অনেক কিছু উঠে আসে ও উন্নয়নে ভূমিকা রয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা