স্টাফ রিপোর্টার:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২৪ এ সহ সাধারন সম্পাক হিসেবে নির্বাচিত হয়েছেন উন্মে রাহনূমা।
তিনি জাতীয় দৈনিক সবুজ বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সহ-সাধারন সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি তার বাড়ি জামালপুর জেলায় । এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এসময় তিনি সাংবাদিকতার মহান পেশায় যোগদান করেন। ক্যাম্পাস সাংবাদিকতার পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সদস্য
হিসেবে কাজ করছেন উন্মে রানূমা।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভা কক্ষে সংগঠনটির প্রধান উপদেষ্টা, সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে এশিয়ান টেলিভিশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অমৃত রায়কে সভাপতি ও দৈনিক দেশ বাংলা পত্রিকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহ শরফুদ্দীন শশীকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক সকালের ডাকের মোঃ এনামুল হক ও দৈনিক সবুজ বাংলাদেশের উম্মে রাহনুমা রাদিয়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক প্রতিদিনের সংবাদের মো. জাহিদুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক পদে রাজধানী টাইমসের মো. জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক হিসেবে সময়ের আবর্তনের শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক পদে বাংলাভিশন অনলাইনের তৌসিফুর রহমান মনির এবং কোষাধ্যক্ষ হিসেবে দৈনিক ভোরের বাণীর নিশাদ মাহমুদ ফরহাদ নির্বাচিত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.