স্টাফ রিপোর্টার:
সাংবাদিক ও গণমাধ্যমের প্রাণের সংগঠন বলা হয় প্রেসক্লাবকে। এই “ঢাকা প্রেসক্লাব” অনেক চড়াই উৎরাই পার হয় গতকাল সোমবার ৩৬ বছরে পদার্পণ করেছে। রাজধানীতে কয়েকটি অপসাংবাদিক গ্রুপ এই ঢাকা প্রেসক্লাবের নামে সমাজসেবা অফিসসহ বিভিন্ন দপ্তরে দরখাস্ত দিয়ে ফায়দা লোটার চেষ্টা করে। কিন্তু সমাজসেবার কর্মরত কর্মকর্তারা তদন্তের মাধ্যমে সত্যটা বের করে গত ৩১/১০/২০২৩ তারিখে প্রেসক্লাবের ২০২৩-২০২৫ দুই বছরের জন্য নতুন ১১ সদস্য বিশিষ্ট কমিটিকে অনুমোদন দেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা সমাজ সেবা কার্যালয়, ঢাকা কর্তৃক অনুমোদন দিয়েছে। যার স্মারক নং- ৪১.০১.২৬.০০০.২৮. ৫১৩.৮৭.১৭৫০। উক্ত কমিটির সভাপতি- দীপংকর গৌতম ও সাধারণ সম্পাদক- সাদেক মাহমুদ (পাভেল)। অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- বীর মুক্তিযোদ্ধা এম এ সেলিম, সহ সভাপতি মঞ্জুর হোসেন মজুমদার, যুগ্ম সম্পাদক- মোঃ আওলাদা হোসেন, অর্থ সম্পাদক- মোহাম্মদ মাসুদ, প্রচার ও গবেষণা সম্পাদক- বাপ্পাদিত্য বসু, দপ্তর সম্পাদক- মোঃ মাইনুল ইসলা (মুকুল), সমাজ কল্যাণ, ত্রান ও পুর্নবাসন সম্পাদক- আলাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক- মোঃ মনিরুল ইসলাম, নির্বাহী সদস্য- মোঃ মাহবুবুর রহমান(পলাশ)।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.