মেঘনায় ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর জনসংযোগে বাধার অভিযোগ

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলায় নৌকা প্রার্থীর সমর্থক ও রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান মজির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (২০শে ডিসেম্বর) বিকাল ৫ ঘটিকায় নির্বাচনী এলাকা লক্ষ্মণখোলা বাজারে হ্যান্ডবিল বিতরণ ও জনসংযোগ চলাকালে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ মেরী (সাবেক এমপি)-এর নির্দেশে এই ইউপি চেয়ারম্যান কুমিল্লা-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ’কে উস্কানীমূলক গালমন্দ, ভয়ভীতি প্রদর্শন ও প্রচারণায় বাধাসহ লক্ষ্মণখোলা বাজার থেকে চলে যেতে বলা হয়। এতে প্রার্থীর কর্মীসমর্থকরা ভয় এবং উৎকন্ঠার মধ্যে আছে।

এ বিষয়ে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ নির্বাচনী আচরণবিধি আইনে গত বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) নির্বাচন অনুসন্ধান কমিটি, যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (কুমিল্লা), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হোমনা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এর বরাবর আইনি ব্যবস্থা গ্রহণের একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভোরের পাতার সম্পাদক এরতেজা হাসান গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ

দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (১ নভেম্বর) রাতে পিবিআই সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফ  গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে জাল-জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত মামলা রয়েছে। আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে রাজধানীর খিলক্ষেত থানায় এ মামলা করেন। মামলায় এজাহারনামীয় তিন আসামি হলেন- আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।

অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, মামলার পরে এজাহারভুক্ত প্রথম আসামি আবু ইউসুফ ও দ্বিতীয় আসামি রিয়াজুলকে গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে কাজী এরতেজা হাসানের নাম উঠে আসে। এজন্য তাকে এ মামলায় গ্রেফতার করা হয়েছে।তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রযেছে যা পিবিআই ঢাকা দক্ষিন তদন্ত করছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম