বিশ্বনাথের উত্তর দৌলতপুরের মাদক সম্রাট দেলোয়ার লাটে’র মদ ইয়াবার ব্যবসা জমজমাট

 

বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলাধীন উত্তর দৌলতপুরের মাদক সম্রাট দেলোয়ার লাটে’র মদ ইয়াবা ও গাঁজার ব্যবসা জমজমাট, মামলা ও অভিযুক্ত থাকার পরও, গা ঢাকা দিয়ে আত্বগোপনে অবস্থান করে নিয়মিত নিজ এলাকা ও পার্শ্ববর্তী হাবড়া বাজার এবং দশপাইকা বাজারে নিজেস্ব ক্রেতাদের মাঝে মদ, ইয়াবা ও গাঁজা
সাপ্লাই করে যাচ্চেন। যাহা – প্রশাসন নীরব ভূমিকা গ্রহন করায় উদ্ভেগ উৎকন্ঠা সৃষ্টি হয়েছে জনমনে।

সোর্স মারফত জানা যায়, মামলার আসামী হওয়ার পর পর আত্বগোপনে চলে যান এ বহুরূপী মাদক সম্রাট খ্যাত দেলোয়ার। তবে দিনের বেলায় বের না হলেও রাতে নিয়মিত নিজেস্ব গোপন আস্তানায় “লাল পানি আর পতিতার সঙ্গে ফুঁর্তিতে ” মশগুল থাকেন এ গোনাগার।

আগের চেয়ে মাদক ব্যবসাকে শক্তিশালী করতে পার্শ্ববর্তী ৩ টি বাজারে গড়ে তুলেছেন নিজেস্ব মাদকের গোপন বলয়। লোক চক্ষুর অন্তরালে চলে অসামাজিক যত কার্যক্রম।

নিজের নাবালক সন্তানদের লাগিয়েছেন পর্যবেক্ষক হিসাবে, বহিরাগত কোন মানুষ, প্রশাসন, গোয়েন্দা, সাংবাদিক বা অপরিচিত কাউকে দেখলে মেসেজ করে সর্তক করে দেয় দেলোয়ারকে। ফলে দ্রুত সরে যায় নিরাপদ আশ্রয়ে।

তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ট্যাকিং করে তার অবস্থান প্রায় নিশ্চিত করলেও অদৃশ্যকারণে এখনো গ্রেফতার হয়নি এই কুখ্যাত মাদক কারবারী।

স্থানীয় এলাকার এক ইউরোপ প্রবাসী দেলোয়ারকে
প্রশাসনের হাতে ধরিয়ে দিতে মোটা অংশের টাকা পুরুষ্কার ঘোষনা করেছেন।

উলেখ্য যে চলতি মাসে মাদক আইনে দোষী দেলোয়ারের বিরুদ্ধে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত নিউজটি হুবহু নিম্মে দেয়া হলো :-

বিশ্বনাথের মাদকসম্রাট দিলোয়ার লার্টের আস্তানা থেকে বিপুল মদ উদ্ধার – গ্রেফতার ১

বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের মৃত হানিফ আলীর পুত্র দিলোয়ারের আস্তানা থেকে ১০২বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করে পুলিশ। (৬জানুয়ারী-২৪ইং) শনিবার রাত ৯টার দিকে পুলিশ অভিযান পরিচালনা করে মদসহ এক অটোরিকসা চালককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চালকের নাম কাওছার আহমদ ওরফে কওছর (৩২) সে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার গোবিন্দ নগর গ্রামের আব্দুল খালিকের পুত্র।

উত্তর দৌলতপুর মদিনা জামে মসজিদের নাইট গার্ড রেজুয়ান জানায়, শনিবার রাত ৯টার দিকে উত্তর দৌলতপুর গ্রামের দিলোয়ারের পরিত‌্যক্ত বাড়ির গেইটের সামনে একটি অটোরিকশা সিএনজি থেকে বস্তাবর্তী মদ নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে কয়েক ব‌্যক্তি। বিষয়টি দেখে ফেলায় দিলোয়ার আমাকে মারধরের চেষ্টা করে। এমসয় আমি চিৎকার করলে আশে-পাশের বাড়ির লোকজন আসতে শুরু করলে দিলোয়ার দৌড়ে পালিয়ে যায়। দিলোয়ারের সহযোগীরা বাড়ির পুকুরে মদ ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশ ও সাংবাদিকদের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় ১০২ বোতল মদ উদ্ধার ও গাড়ি চালককে আটক করে থানায় নিয়ে যায়।

এলাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে দেলোয়ার মসজিদের পাশে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। কেউ প্রতিবাদ করলে হামলা-মামলার হুমকি দেয়া হতো।

গাড়ি চালক জানায়, দিলোয়ার নামের এক ‌ব‌্যক্তি আমাকে ছাতক থানার গোবিন নগর থেকে ভাড়া করে এখানে নিয়ে আসে। আমি ভাড়ার জন‌্য অপেক্ষা করছিলাম। তাদের বস্তায় মদ ছিল এটা আমার জানা ছিলনা।

এ ব‌্যাপারে থানার এসআই মোয়াজ্জেম হোসেন বলেন, দিলোয়ার ও গাড়ি চালক কাওসারসহ ৪জনের বিরুদ্ধে মাদকদ্রব‌্য আইনে মামলা দায়ের করা হয়েছে, (মামলা নং-০২, তারিখ ০৭/০১২০২৪ইং)।

বিশ্বনাথে ৩য় ডেফোডিল মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি আরকুম আলী:

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে মাধ্যমিক স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ৩য় ডেফোডিল মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগ্রামী মডেল উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার স্বনামধন্য সামাজিক সংগঠন বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় উপজেলার ৬০টি স্কুল-মাদ্রাসার নবম শ্রেণীর ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সকাল ১০ থেকে শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত চারটি হলে চলে এ পরিক্ষা।
বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হল পরিদর্শন করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহীনুজ্জামান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, রামসুন্দর সরকারি অগ্রগ্রামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ছয়ফুল হক, রামসুন্দর সরকারি অগ্রগ্রামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল বারী, সহকারী শিক্ষক নাজমুল ইসলাম, শাহ তাহির আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা আবুল বাশার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. সাদেক আলী, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাবেক সভাপতি আলতাফ হোসেন, শফিক আহমদ পিয়ার মেম্বার, ডেফোডিল এসোসিয়েশনের সাবেক সভাপতি কাওছার আহমদ বাপ্পী, রেসকিউ ফাউন্ডেশনের সভাপতি আব্দুন নুর তুষারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরিক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন ডেফোডিলের সভাপতি এমদাদ হোসেন নাঈম ও পরিক্ষা সচিবের দায়িত্বে ছিলেন সংগঠনের সাবেক সভাপতি তন্ময় দেবরায়। এছাড়াও পরিক্ষায় হলগুলোতে পরিক্ষকের দায়িত্ব পালন করেন সংগঠনের দায়িত্বশীল সদস্যরা। শ্রীঘ্রই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃত্তির পুরুষ্কার বিতরণ করা হবে ও শিক্ষাক্ষেত্রের উন্নয়নে এরকম আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানান ডেফোডিল এসোসিয়েশনের সদস্যরা

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম