এক মামলা থেকে অব্যাহতি পেলেন খাদিজা

 

উম্মে রাহনুমা ,জবি প্রতিনিধি:

রাজধানীর কলাবাগান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে অব্যাহতি দিয়েছেন আদালত। রোববার (২৮ জানুয়ারি) ঢাকা সাইবার ট্রাইবুন্যালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ আদেশ দেন।

২০২০ সালের অক্টোবর মাসে খাদিজা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর কলাবাগান ও নিউমার্কেট থানায় পৃথক দুটি মামলা করে।

আদালত সূত্র জানায়, খাদিজার বিরুদ্ধে দুটি মামলার অভিযোগ একই হওয়ায় কলাবাগান থানায় করা মামলা থেকে তাকে অব্যাহতির নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া, নিউমার্কেট থানায় করা মামলাটির আদেশের তারিখ আগামী ২৯ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১৪ মাস কারাগারে থাকার পর গত ২০ নভেম্বর কারামুক্ত হন খাদিজা।

এর মধ্যে ছয়বার জামিন আবেদন খারিজ হয় তার। নিম্ন আদালতে আবেদন বারবার খারিজ হওয়ার পর গত বছরের ১৬ ফেব্রুয়ারি হাইকোর্ট খাদিজাকে স্থায়ী জামিন দেন। কিন্তু রাষ্ট্রপক্ষ তখন জামিন আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দুটি পিটিশন দাখিল করে এবং একজন চেম্বার বিচারক জামিন আদেশ স্থগিত করেন।

এরপর খাদিজা আপিল বিভাগের কাছে বিচার চেয়ে চেম্বার বিচারপতির স্থগিতাদেশ বহাল করার আবেদন করেন। কিন্তু ১০ জুলাই প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ তার আবেদনের শুনানি চার মাসের জন্য স্থগিত করেন।
পরে ১৬ নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক দুটি আবেদন খারিজ করে দেন।

মানিক নগরে জুয়াড় আস্তানা থেকে ১৬ জুয়ারীদের আটক করছে পুলিশ

প্রিয়া চৌধুরী:

রাজধানীর মুগদা থানার আওতাধীন মানিক নগর এলাকা থেকে কুখ্যাত জুয়াড়ি নুর ইসলামের জুয়ার আস্তানা থেকে জুয়া খেলা অবস্থায় নুর ইসলাম সহ ১৬ জন জুয়াড়ি কে আটক করছে মুগদা থানার পুলিশ সদস্যরা। যানাযায় গত কাল মঙ্গলবার গভীর রাতে মুগদা থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান এর নির্দেশনায়, আশীষ কুমার দেব ইন্সপেক্টর (অপারেশন) এর নেতৃত্বে সঙ্গীয় সাব ইন্সপেক্টর মেহেদী হাসান মৌসুম, সাব ইন্সপেক্টর কামরুজ্জামান সহ মুগদা থানার একটি চৌকস টিম রাতভর অভিযান পরিচালনা করে মুগদা থানা এলাকার মানিক নগর পাকা রাস্তার মাথা হুমায়ুন মাস্টারের বাড়ি থেকে গভীর রাতে খেলারত অবস্থায় প্রধান জুয়ারী নুর ইসলাম সহ ১৬ জনকে আটক করেন। আটক কৃতরা হলেন ১, নুর ইসলাম সে দীর্ঘদিন ধরে মানিকনগর এলাকায় এ জুয়ার ব্যবসা পরিচালনা করে আসছিলেন, ২,মোঃ আক্তার হোসেন, ৩,মোঃ শরিফুল ইসলাম, ৪,মোঃ জামাল ৫, মোঃ টুলু ৬,মোঃ শরিফ ৭,জাকির হোসেন ৮, মাসুদ বাদল ৯,মোঃ আল আমিন সিকদার ১০, মোঃ আবুল কালাম ১১,কবির হোসেন ১২,মোঃ নজরুল ইসলাম ১৩,মোঃ বাদশা মিয়া ১৪, মোঃ সারোয়ার আলী ১৫,মোঃ মনির হোসেন ১৬ মোঃ কবির হোসেন হাওলাদার। এ সময় তাদের কাছ থেকে আলামত হিসেবে সর্বমোট নগদ ১৪,১৮০/ চৌদ্দ হাজার একশত আশি টাকা সহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করেন। ধৃত আসামীদের প্রকাশ্য আদালতে হস্তান্তর করা হয়েছে । এ বিষয়ে মুগদা থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন নুর ইসলাম দীর্ঘ দিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘন ঘন জায়গা বদল করে গোপনে জুয়ার আস্তানা তৈরি করে গভীর রাতে নিরিবিলি সময় জুয়া খেলার আসর বসাতো, এ সমস্ত জুয়ারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জুয়াড়ীদের গ্রেফতারের খবরে এলাকার বসবাসকারী লোকজনেরা মুগদা থানার পুলিশ সদস্য সহ অফিসার ইনচার্জ তারিকুজ্জামান কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। এরকম অভিযান অব্যাহত থাকলে নুর ইসলামের মত জুয়াড়ী গডফাদার দের উচ্ছেদ করতে সক্ষম হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম