আমিরাত থেকে মানিব্যাগে করেই আনলেন ৩ কোটির স্বর্ণ, অতঃপর

মোহাম্মদ ওসমান চৌধুরী,বিশেষ প্রতিনিধি:

সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই থেকে আসা এক যাত্রীর মানিব্যাগে থেকে ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকার স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১ টায় সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এই ঘটনা ঘটে।
ওই যাত্রীর নাম এম মাসুদ ইমাম। তিনি এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ নং ফ্লাইটে ঢাকা আসেন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে এমিরেটস এয়ারলাইন্স-এর বিমানটি ১০ নং বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার পর ২৬-কে সিটের যাত্রী এম মাসুদ ইমামের পরিচয় নিশ্চিত করা হয়।

তাঁর দেহ তল্লাশি করে একটি চামড়া সদৃশ মানিব্যাগের ভিতরে একটি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়, যা তিনি নিজের বলে স্বীকার করেন। এরপর আরও দুইটি একই আকৃতির মানিব্যাগ পাওয়া যায়।
যাত্রীসহ জব্দকরা স্বর্ণ গ্রীন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হয়। যেখান থেকে দুই মানিব্যাগে ২৮টি স্বর্ণবার এবং অপর আরেকটিতে বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়। উদ্ধারকরা স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৪৯৮ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের এয়ারপোর্ট বি-শিফটের কর্মকর্তা-কর্মচারীরা এই চোরাচালানটি রোধ করেন। আটক করা স্বর্ণবারগুলো ঢাকার শুল্ক গুদামে জমা দেওয়া হবে।এই ঘটনায় সেই যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। একই সঙ্গে বিমানবন্দর থানায় তাকে হস্তান্তর করে ফৌজদারী মামলা দায়ের করা হয়।

ভিজিট ভিসায় মানবপাচার চলছেই

স্টাফ রিপোর্টার॥
মালয়েশিয়া সহ মধ্যপাচ্চে ফের শুরু হয়েছে মানবপাচার। সক্রিয় রয়েছে দেশি-বিদেশি পাচার চক্র। কাজের উদ্দেশ্যে টুরিস্ট ভিসায় আসা থেকে বিরত থাকতে সচেতন করা হলেও পাচার চক্রের ফাঁদে পা দিচ্ছে অনেকে।

করোনা মহামারির কারণে গত দুই বছর মালয়েশিয়ার আন্তর্জাতিক সীমান্ত বন্ধ ছিল। চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক সীমান্ত বিদেশিদের জন্য উন্মুক্ত করে দিয়েছে দেশটি। এরই মাঝে দালালচক্র সক্রিয় হয়ে ওঠেছে।

একটি সূত্রে জানা গেছে, বাংলাদেশস্থ মালয়েশিয়া দূতাবাস পর্যাপ্ত পরিমাণ তথ্যাদি ছাড়া বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা ইস্যু না করলেও দালালচক্র সৌদি আরব, দুবাই মালয়েশিয় দূতাবাস থেকে ই-ভিসা ইস্যু করছে দেদারছে। এক্ষেত্রে জনপ্রতি ২ লাখ ৮০ হাজার টাকা করে নিচ্ছে দালাল চক্র। তবে ফ্লাইটের আগে বাংলাদেশ ও মালয়েশিয়া ইমিগ্রেশন কর্তাদের টাকার বিনিময়ে ম্যানেজ করে মানবপাচার চলছে।

সূত্র জানায়, ১ এপ্রিল থেকে এ পর্যন্ত প্রায় ৫ শ’রও বেশি বাংলাদেশি এ চক্রের হাত ধরে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছেন। মালয়েশিয়ায় মানবপাচার রোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় ও সচেতনতা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন সচেতন প্রবাসীরা।

এদিকে জোরপূর্বক শ্রম ও মানব পাচাররোধে মেগা অপারেশন অব্যাহত রেখেছে মালয়েশিয়া। দেশটিতে যেকোনো দেশি বা বিদেশি কর্মীকে নিয়োগকর্তা বা কোনো ব্যক্তি জোরপূর্বক শ্রম দিতে বাধ্য করলে অথবা এ উদ্দেশ্যে পাচারের শিকার হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে ‘অপস ব্যানতেরাস’ নামের এই মেগা অপারেশন টিম।

২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ১৫ মার্চ পর্যন্ত ৪৪৬ আইনের অধীন মোট ১ হাজার ২৮৫টি তদন্তমূলক ডকুমেন্ট খোলা হয়েছে, যার মধ্যে ১৩৫ জন নিয়োগকর্তার ১০ লাখ ৭ হাজার রিঙ্গিতের জরিমানাসহ মামলা করা হয়েছে।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি