ইউনিক হাসপাতালে সংবাদ সংগ্রহে গিয়ে মারধর ও হয়রানির শিকার সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক:

দেশ যখন এগিয়ে যাচ্ছে উন্নয়নের ছোয়ায়, অন্য দিকে পিছিয়ে পড়ছে স্বাস্থ্যখাতের সেবার মান। দেশে নামে বেনামে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে ক্লিনিক ডায়াগষ্টিক সেন্টার। সরকার যেখানে স্বাস্থ্য সেবা এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং স্বাস্থ্য মন্ত্রী সামন্ত লাল সেন,যেখানে স্পর্ট নিদর্শনা দিয়েছেন নিবন্ধন বিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের জন্য। তারই ধারাবাহিকতায় সংবাদ সম্পাদনার জন্য সাভার উপজেলার নিবন্ধন বিহীন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার গুলো চিহ্নিত করতে মাঠ পযার্য়ে কাজ শুরু করে দৈনিক সবুজ বাংলাদেশ পএিকার নিজস্ব প্রতিবেদক আলী রেজা রাজু ও দৈনিক দেশ প্রতিদিনের রুমন জোয়ার্দার জনি ঢাকার সাভারের হেমায়েতপুর সিঙ্গাইর সড়কে অবস্থিত ইউনিক হাসপাতালে (১০ ফেব্রুয়ারী) ইং তারিখে দুপুর অনুমানিক ১:২০ সময় প্রবেশ করে উক্ত হাসপাতালের অভ্যর্থনা বিভাগে মালিক পক্ষের সাথে কথার বলার জন্য জানায়। অনুমতি পেয়ে মালিক পক্ষের সাথে কথা বলার জন্য উক্ত হাসপাতালের দ্বিতীয় তলায় অবস্থিত হাসপাতালের অফিস রুমে প্রবেশ করে। প্রবেশের পর মালিকপক্ষ অফিসরুমে ৩/৪ ও একজন ডা: সেখানে অবস্থান করছিলেন। তাদের কাছে জানতে চায় প্রতিষ্ঠান অনুমতিপ্রাপ্ত কি’না জানতে চায়লে তারা সাংবাদিক আলী রেজা রাজু,ও রুমন জোয়ার্দার জনিকে মাধধর ও মানসিক ভাবে লাঞ্চিত করে তাদের কাছে থাকা প্রতিষ্ঠানের আইডি কার্ড ছিনিয়ে নেই। ২/৩ ঘন্টা সেখানে অবরুদ্ধ করে রাখে এবং জিম্মি করে ভিডিও ধারণ করে।জীবন নাশের প্রদর্শন করে।পরর্বতীতে তাদেরকে মুঠোফোন ফেরত দিয়ে সেখান চলে যেতে বলে।তারা তাদের সহকর্মীদেরকে অবগত করলে তারা তাৎক্ষণিক উপস্থিত হয়ে তাদের প্রতিষ্ঠানের আইডি ও প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করে।পেশাগত কাজে বাধা,শারীরিক ও মানসিকভাবে লাঞ্চিত বিষয়ে হাসপাতাল কর্তপক্ষের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবার আলী খান জানান তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

অধিকারের আদিল ও এলানের মুক্তি দাবি জানিয়েছে বাংলাদেশ সিভিল রাইটস্

স্টাফ রিপোর্টার:

মনবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের দু্ই বছর করে কারদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করায় এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি-বিসিআরএস।

১৬ সেপ্টেম্বর শনিবার সংগঠনের চেয়ারম্যান জাকির হোসেন ও নির্বাহী পরিচালক এস এম তাজুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারকে অবিলম্বে অধিকারের আদিলুর রহমান খান এবং এ এস এম নাসিরুদ্দিন এলানের বিরুদ্ধে প্রদত্ত রায় বাতিল ও তাদের মুক্তির দাবি করেন নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সরকার আদিলুর ও এলানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মানহানিকর প্রচারণা করেছে। সরকারের উচিত মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের হয়রানি এবং ভয়ভীতি ছাড়াই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করার অনুমতি দেওয়া। যারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত ও প্রকাশ করে তাদের বিচার ও শাস্তি দেওয়ার পরিবর্তে সরকারের উচিত তদন্ত এবং জবাবদিহি করা।

বিবৃতিতে নেতৃবৃন্দ, আদিলুর রহমান খান এবং এলানের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার অনুরোধ করছি। সরকারের উচিত হবে, তাদের সাজা বাতিল করা এবং তারা যাতে নির্ভয়ে মানবাধিকার নিয়ে কাজ করতে পারে, তা নিশ্চিত করা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের