নয়াপল্টনের জাসাসের পাল্টাপাল্টি কর্মসূচি

মোহাম্মদ মাসুদঃ

বিজয় দিবস উপলক্ষে বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের বর্তমান কমিটি ও কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছেন।

বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাসের বর্তমান কমিটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এজন্য প্রস্তুতিও সম্পন্ন করা হযে ছিলো। এ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। কিন্তু তারা কোন অনুষ্টানই না করেই মঞ্চ ঘুটিয়ে নেয় আর অন্যদিকে জাসাসের নতুন ব্যার্থ  আহবায়ক কমিটির অধিকাংশ কমিটির  পদবঞ্চিতরা সহ  সকাল ১০টা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ৫ তলায অবস্থান নিয়েছেন। তারা জাসাস কার্যালয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।এতে উপস্থিত রয়েছে ঢাকা দক্ষিনের সাবেক সভাপতি জাহাঙ্গীর সিকদার, সাধারন সম্পাদক খালেদ এনাম মুন্না, কেন্দ্রীয় নেতা বাবুল আহম্মদ,রিফুর রহমান মোল্লা, সৈয়দ আজিমুল হক তৈহিদ, জাহাঙ্গীর আলম রিপন, মীর সানাউল হক, চৌধুরী মাজারুল ইসলাম সিবা সানু, একে এস হোসেন টমাস, আক্তার হোসেন, সালাউদ্দিন মোল্লা, জাকির হোসেন আখের, মনকা নেযামুল বাসার, হান্নান মাসুম, মাহাতাব সিকদার, আবদুল আলিম,কাজী আনোয়ার হোসেন আনু, মিন্টু আলম, মোঃ মজিবর রহমান, নুসরাত মর্জিনা, রুকু রুপা খান সহ সাবেক ও কেন্দ্রীয় নেতারা।

গত ৬ নভেম্বর মেয়াদোত্তীর্ণ জাসাস কমিটি ভেঙ্গে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি গঠনকে কেন্দ্র করে শুরু থেকে বিতর্ক চলছে। বুদ্ধিবৃত্তিক এ সংগঠনে সাংস্কৃতিক ও মেধাভিত্তিক নেতাকর্মী বাদ দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর বিরুদ্ধে সংগঠনের অধিকাংশ নেতাকর্মী বিদ্রোহ করেন।

 

প্রমাণ হয়েছে হাসিনার দোসররা এখনো সক্রিয় : দুদু

প্রমাণ হয়েছে হাসিনার দোসররা এখনো সক্রিয় : দুদু

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও জাগপার সভাপতি লুৎফর রহমানের ওপর হামলা প্রমাণ করে হাসিনা ও তার দোসররা এখনো সক্রিয়। বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুদু বলেন, ২৪’র গণঅভ্যুত্থানের পর স্বাভাবিকভাবে মানুষ মনে করেছিল দেশে স্বৈরাচারের পতন হয়েছে, শেখ হাসিনা ও তার দোসররা পালিয়েছে। কিন্তু এক বছরের ভেতরেই যে পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি তা মর্মান্তিক। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও জাগপার সভাপতি লুৎফর রহমানের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, তাদেরকে হত্যা করার উদ্দেশে হামলা করা হয়েছে। তাদের ওপর হামলার সঙ্গে যারা জড়িত তারা যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হোক। এ হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াবে আর যারা ২৪’র গণঅভ্যুত্থানে আহত হয়েছে, তারা বিপদগ্রস্ত হবে, এটা মেনে নেওয়া যায় না।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ ১৬ বছর ধরে মানুষের ওপর জুলুম করেছে, লুটপাট করেছে। আর জাতীয় পার্টি তাতে সমর্থন দিয়ে গেছে। ১৪ দল এখন পর্দার অন্তরালে চলে গেছে। হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতে পালিয়ে গেছে। কিন্তু নুর ও লুৎফরের ওপর হামলার মধ্য দিয়ে প্রমাণ পেয়েছি, হাসিনা ও তার দোসররা এখনো সক্রিয়। দুদু বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগ দেশে যেভাবে লুটপাট করেছে, গুম হত্যা করেছে, গত ৫৪ বছরে এরকম আর কেউ করেনি। আর সেই খুনি গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। শুধু শেখ হাসিনাকেই নয়, হাজার হাজার হাজার লুটপাটকারীকেও আশ্রয় দিয়েছে ভারত। এই ভারত বন্ধুর নামে আমাদের দেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির প্রমুখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা দীর্ঘদিন পর গাজায় একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি