মোহাম্মদ মাসুদঃ
বিজয় দিবস উপলক্ষে বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের বর্তমান কমিটি ও কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাসের বর্তমান কমিটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এজন্য প্রস্তুতিও সম্পন্ন করা হযে ছিলো। এ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। কিন্তু তারা কোন অনুষ্টানই না করেই মঞ্চ ঘুটিয়ে নেয় আর অন্যদিকে জাসাসের নতুন ব্যার্থ আহবায়ক কমিটির অধিকাংশ কমিটির পদবঞ্চিতরা সহ সকাল ১০টা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ৫ তলায অবস্থান নিয়েছেন। তারা জাসাস কার্যালয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।এতে উপস্থিত রয়েছে ঢাকা দক্ষিনের সাবেক সভাপতি জাহাঙ্গীর সিকদার, সাধারন সম্পাদক খালেদ এনাম মুন্না, কেন্দ্রীয় নেতা বাবুল আহম্মদ,রিফুর রহমান মোল্লা, সৈয়দ আজিমুল হক তৈহিদ, জাহাঙ্গীর আলম রিপন, মীর সানাউল হক, চৌধুরী মাজারুল ইসলাম সিবা সানু, একে এস হোসেন টমাস, আক্তার হোসেন, সালাউদ্দিন মোল্লা, জাকির হোসেন আখের, মনকা নেযামুল বাসার, হান্নান মাসুম, মাহাতাব সিকদার, আবদুল আলিম,কাজী আনোয়ার হোসেন আনু, মিন্টু আলম, মোঃ মজিবর রহমান, নুসরাত মর্জিনা, রুকু রুপা খান সহ সাবেক ও কেন্দ্রীয় নেতারা।
গত ৬ নভেম্বর মেয়াদোত্তীর্ণ জাসাস কমিটি ভেঙ্গে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি গঠনকে কেন্দ্র করে শুরু থেকে বিতর্ক চলছে। বুদ্ধিবৃত্তিক এ সংগঠনে সাংস্কৃতিক ও মেধাভিত্তিক নেতাকর্মী বাদ দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর বিরুদ্ধে সংগঠনের অধিকাংশ নেতাকর্মী বিদ্রোহ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.