বিপ্লব নিয়োগী তন্ময়,নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
পাঁচ বছরের ছোট্ট শিশু সিজা মনি আার চার বছরের তাকিয়া আক্তার। উভয়ে সম্পর্কে চাচাতো বোন।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে তাদের বাড়ি। আজ ২৭ মার্চ বুধবার দুপুর ১২ টার দিকে বাড়ির পাশ্ববর্তী একটি ফসলের মাঠে দুই বোন খেলা করছিলো। মাঠের পাশেই ছিলো একটা পুকুর।
দুই বোন খেলার এক পর্যায়ে নামে পুকুরে। পরে দুইজনেই পানিতে ডুবে যায়।ঘটে মর্মান্তিক মৃত্যু। মারা যাওয়া দুই শিশু হলো ওই এলাকার মো. সামির মিয়ার মেয়ে সিজা মুনি (৫) ও আব্দুল আলিম মিয়ার মেয়ে তাকিয়া (৪)।
স্বজনরা জানান, দীর্ঘক্ষণ শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করে। প্রায় ১ ঘন্টা পর পুকুর থেকে প্রতিবেশীরা দুই চাচাতো বোনের লাশ উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে খেলার উপকরণ হিসাবে পুকুরে থাকা কচুরিপানা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে যায় দুজনেই। অতঃপর ঘটে মর্মান্তিক মৃত্যু।
বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান জিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.