আলী রেজা রাজু,:
রাজধানীর সাভারের হেমায়েতপুর মোল্লা মার্কেটে দূর্গন্ধযুক্ত গরুর মাংসে কাপড়ের রং (টেক্সটাইল কালার) ও সাথে দূর্গন্ধযুক্ত রক্ত মানুষ চক্ষুর অন্তরালে মিশিয়ে সতেজ তৈরি করা হয় এবং সেগুলো মাংসের দোকানে তাজা মাংসের সাথে মিশিয়ে বিক্রি করা হয়। এমন তথ্যের ভিত্তিতে সরেজমিনে অনুসন্ধান নেমে দেখা যায়।হেমায়েতপুরের গরুর মাংস বিক্রিতারা গোডাউনে খাওয়ার অউপযোগী গরুর মাংস ফ্রিজিং করে রাখে।
খাওয়ার অউপযোগী দূর্গন্ধ গরুর মাংসে দূর্গন্ধযুক্ত রক্ত ও কাপড়ের রং মিশাতে দেখা যায় এবং তারা নিয়মিত এগুলো করে ভোক্তাদের কাছে বিক্রি করে আসছে বলে সীকারক্তি প্রদান করেন। এবিষয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে উক্ত এলাকায় দায়িত্বরত শিল্প নগরীর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক রাসেল মোল্লাকে অবগত করলে তিনি জানান এটা পরিবেশের কাজ।
প্রসাশনের অবহেলা ও
বাজারে যাথার্থ্য তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা এরূপ প্রতারণা করে মানুষের জান-মালের ক্ষতিসাধন করছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.