দারুস সালাম মাদানীয়া মাদরাসার সবক ও পুরষ্কার বিতরণ

মারুফ হোসেনঃবুড়িচং,কুমিল্লাঃ

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা সদর অবস্থিত দারুস সালাম মাদানীয়া মাদরাসার বার্ষিক পুরষ্কার বিতরণী ও সবক অনুষ্ঠান ৩ জানুয়ারি সকাল ১০টায় মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
দারুস সালামা মাদানীয়া মাদরাসা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ক্বারী মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ফকিরের সভাপতিত্বে সবক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ খ ম আবু বকর সিদ্দিক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকির বাজার ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মোঃ আবুল বাশার,মাদরাসা পরিচালক ও বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাদকপুর ইসলামিয়া সুন্নিয়ার আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ শহীদুল্লাহ, বুড়িচং সুন্নিয়ার সিনিয়ার মাদরাসার অধ্যক্ষ মুফতি মোঃ আবুল হোসাইন,বাকশীমুল ইসলামিয়া দাখিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ মফিজুল ইসলাম,বুড়িচং দরবার শরীফের পীর সাহেব মাওলানা শাহ মোঃ আবদুল জব্বার।
দারুস সালাম মাদানীয়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু আহমদ মোঃ রবিউল ইসলাম। আরোও বক্তব্য রাখেন ড. মোঃ খালিদ হোসাইন,মাওলানা মোঃ শরীফুল ইসলাম, মাওলানা মোঃ গোলাম মোস্তফা, মাওলানা মোঃ আবদুর রশিদ প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধায়ে ছিলেন মাওলানা মোঃ মেহেদী হাসান,মাওলানা মোঃ নাঈমুল্লাহ খন্দকার, মাওলানা মোঃ জাকির হোসেন, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ সোহাগ মিয়া,মোঃ নাহিদ, মাওলানা মাহফুজুল ইসলাম,মাওলানা মোস্তাফিজুর রহমান,খাদিজা আক্তার,শিল্পি আক্তার, হোছনা বেগম, তাহমিনা আক্তার, রেজিয়া বেগম,আঞ্জুম আক্তার, তামান্না সরকার,রহিমা আক্তার প্রমুখ।

বুড়িচংয়ে উন্নয়ন ভাবনা: ইউএনওর সাথে প্রেসক্লাবের বৈঠক

বুড়িচং প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে ইউএনওর মতবিনিময় সভা

বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার সার্বিক সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনের সাথে বুড়িচং প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। ইউএনও তানভীর হোসেন বলেন, “উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। প্রশাসন একা কিছু করতে পারে না, তাই সবাইকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে।”

বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা আবু মুসা, সাবেক সভাপতি মো. মোসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, যুগ্ম সম্পাদক মারুফ আহমেদ কল্প, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মো. সাফি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল্লাহ, ক্রীড়া সম্পাদক মো. ফয়েজ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ রকিবুল হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু মোল্লা এবং সদস্য জামাল উদ্দিন দুলাল, হাসিবুল ইসলাম সবুজ, মো. তাজুল ইসলাম ও আশিক ইরান।

সভা শেষে অংশগ্রহণকারীরা উপজেলা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক মতবিনিময়ের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম