চৌদ্দগ্রামে পুকুরের মালিকানা নিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা দেবীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তফার যৌথ মালিকানা পুকুরকে কেন্দ্র কওে প্রতিপক্ষের হামলায় ৩জন গুরুতর আহত হয়েছে। এঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের আলোকে জানা যায়- বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তফা বসত বাড়ির সামনে একটি পুকুর রয়েছে। উক্ত পুকুরের মালিকানা নিয়ে একই গ্রামের মেহরাজ মজুমদার, শিপন মজুদার, ফয়সাল আহমেদ, রাতুল মজুমদার ও কামরুল হাসান রবিন গংদেও সাথে বিরোধ চলে আসছিলো।
সামজিকভাবে একাধিকবার বসা হলেও এর কোন সুরাহা হয়নি।
যার ফলশ্রুতিতে গত ১৪ই এপ্রিল দুপুরে উল্লেখিত বিবাদীগণ সম্পূর্ণ বেআইনি ভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে উক্ত পুকুরের মাছ ধরে নিয়ে যাওয়ার সময় বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তফার ভাতিজা মো: এনাম হোসেন হোসেন বাধা দিলে বিবাদীগণ তার উপর অতর্কিত হামলা করে। তার শোর চি“কারে অপরাপর বিবাদীগণ ছুটে আসলে বিবাদীগণ তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
উক্ত ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তফার ছেলে মো: আব্দুল মোতালেব, ২ ভাতিজা এনাম হোসেন ও মো: শাহরিয়া গুরুতর আহত হয়। এনাম হোসেন অবস্থা আশংকা জনক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তফা বলেন- দীর্ঘদিন যাবত এ বিবাদীগণ আমাদেরকে বিভিন্ন রকম ভয়-ভীতি প্রদর্শন কওে আসছে। এখন আবার আমাদেও প্রাণে মেওে ফেলার হুমকি দিচ্ছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা এ ঘটনায় সুষ্ঠ বিচার চাই।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন- একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

থানার সামনেই সংঘর্ষ, তিন পুলিশসহ আহত ৮ আটক ৬

 

বিপ্লব নিয়োগী তন্ময়, নবীনগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

থানার সামনেই ঘটে দফায় দফায় রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা! পুর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দু পক্ষের এই সংঘর্ষে ৩ পুলিশসহ অন্তত ৮ জন আহত হয়েছে। শনিবার দুপুরে নবীনগর থানা গেটের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় আতংক ছড়িয়ে পড়ে পুরো এলাকাজুড়ে।উপজেলা সদরে বিভিন্ন কাজেকর্মে আসা লোকজন ভীতসন্ত্রস্ত হয়ে দিগ্বিদিক ছুটতে থাকে।রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং, নবীপুর ও পৌরসভার আলমনগর গ্রামের যুবকদের মধ্যে গত কয়েক মাস যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শাওন নামে এক যুবককে শ্রীরামপুর এলাকায় সিএনজি থেকে নামিয়ে মারধর করার সংবাদ পায় তার মামা কাউছার মিয়া। থানায় একটি সালিশি সভা থেকে খবর পেয়ে বেরিয়ে আসছিলেন তিনি।

এ সময় থানা গেটে আলমনগর গ্রামের রাজিব ও রবিনের সঙ্গে কাউছারের বাকবিতণ্ডা হয়। এরই জেরে দু’পক্ষের লোকজন থানা গেটে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে তিন পুলিশসহ ৮জন আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে দ্বিতীয় দফায় দুপক্ষের মধ্যে আবারও সংঘর্ষে বাধে।

আহতরা হলেন- উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ, এসআই আসরাফুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন, শাওন মিয়া (৩০), কাউছার মিয়া (৪৫), ছুবুর মিয়া (৩০), পাবেল মিয়া (৩৪)রাজিব (৩০)।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ দৈনিক সবুজ বাংলাদেশ কে বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬জনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি