রাজধানীর মিরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাজী তানজীদুল রিফাত:

রাজধানীর মিরপুরে বাকিয়া সুলতানা তুরাবা (২০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শাহ্ আলী থানা পুলিশ। মৃত তুরাবার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের উকিলপুর গ্রামে।

বুধবার (১মে) বেলা ১১টার দিকে মিরপুরের চিড়িয়াখানা রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ফরিদের বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় এলাকাবাসী জানান,এক বছর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বাসিন্দা ফরিদ উদ্দিনের ছেলে আফনানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে হয় তুরাবার৷ তুরাবা-আফনান দম্পতি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বাঁশ পট্টির একটি বাড়িতে ভাড়া থাকতেন।
নিহত তুরাবার শ্বশুর ফরিদ জানান,আমার ছেলের স্ত্রী তুরাবা বেশ কিছুদিন শারিরীক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। গত মাসে তাদেরকে ভাড়া বাসা থেকে নিজের বাড়িতে নিয়ে আসি। আজ বুধবার ১লা মে সকালে বাড়ির লোকজনদের ডাকচিৎকারে আমার ঘুম ভাঙ্গে। ঘুম থেকে উঠে দেখি তুরাবা ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছে। বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা অনেক ডাকাডাকি করলেও সে রুমের দরজা খুলছেনা।

প্রত্যক্ষদর্শীরা জানান,আজ খুব ভোরে ঘুম ভাঙ্গে তুরাবার। সকাল আনুমানিক ৬.৩০ মিনিটের দিকে ফের তিনি তার ঘরে ঢুকে দরজা বন্ধ দেন। এরপর অনেক ডাকাডাকি করার পরও তুরাবা কোনো সারাশব্দ না করাসহ দরজা না খুললে শাহ আলী থানা পুলিশকে খরব দেই। পরে শাহ্ আলী থানা পুলিশ উপস্থিত হয়ে বেলা আনুমানিক ১১ টার দিকে দরজা ভেঙে তুরাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা স্বীকার করে শাহ আলী থানার এসআই আব্দুর রহিম জানান,স্থানীয় মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছাই। উপস্থিত জনসম্মুখে ভেতর থেকে বন্ধ একটি রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তুরাবার মরদেহ উদ্ধার করা হয়।
লাশের ময়না তদন্তের জন্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনা একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ করছে মধ্য আজিমপুরের মুসলিম পাড়ায় রুবেল গং

তাছলিমা তমা ঃ

রাজধানীর দক্ষিণখান থানাধীন মধ্য আজমপুর মুসলিম পাড়ায় রুবেল গং চার পাশে জায়গা না ছেড়ে রাজউক অনুমোদিত ইমারত নির্মাণ আইন ও বিধিমালা সুপ্পষ্টভাবে লংঘন করে রাজউক অনুমোদিত নকশা ব্যক্ত করে একটি বহু তল ভবন নির্মাণ করছে মধ্য আজমপুর মুসলিম পাড়ায় রুবেল গং
ভবন মালিকসূত্রে জানা যায় ভবন মালিক রুবেল গং নির্মাণের সময় চারপাশে পরিমান মত জায়গা না ছেড়ে ভবনের রাজউক অনুমোদিত নকশা ব্যক্তয় করে প্রতি তালায় প্রায় ১২০ স্কয়ার ফিট হারে বর্ধিত করে ভবন নির্মাণ কাজ করছে।
এদিকে ভবন মালিক রুবেল গং এর সাথে যখন আলাপ করা হয়, তিনি কোন তথ্য দিতে রাজি না, তিনি বলেন এখানে যদি রাজউকের ইন্সপেক্টর  আসে তাহলে আমি তথ্য দিব। রুবেল গং জানায় ভবনটি রাজউকের নকশা ব্যক্ত করে নির্মাণ করেছি।অন্য দিকে জোনাল ইন্সপেক্টর জানায় রাজউকের মোবাইল কোড চলমান আছে, যেকোনো সময় উক্ত ভবনে মোবাইল কোড পরিচালনা করা হবে।
সরজমিন তথ্যসূত্র জানা যায় রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক মহাখালী জোন ২/১ এরিয়াধীন দক্ষিণ খান থানাস্ত মধ্য আজমপুর মুসলিম পাড়ায় সড়কের পাশেই ২.৫ কাঠা জমিতে রাজউক জোনাল কার্যালয় হতে আবাসিক ভবনের বেজমেন্ট সহ ৬ তালা ভবন নির্মাণের জন্য অনুমোদন গ্রহণ এর পর ভবনটি নির্মাণের সময় রাজউকের বিদ্যমান ইমারত নির্মাণ আইন তথা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাড ১৯৫২টাউন ইমপেমেন্ট অ্যষ্ট-১৯৫৩ ও ঢাকা মহানগর ইমারত (নির্মাণ উন্নয়ন সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা ২০০৮ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোট ২০২০/সংশোধনী ইমারত নির্মাণ ২০০৮ এর বিধিমালা সু-স্পষ্ট ভাবে লংঘন করে ভবনটি ৩ তালার ছাদের কাজ শেষ করে ৪ তালার কাজ চালিয়ে যাচ্ছে ভবন মালিক রুবেল গং।

অন্যদিকে জমির আয়তন আড়াই কাঠা যাহার স্থায়ী মাপে জমির আয়তন ১৮০০ স্কয়ার ফিট। বিল্ডিং কোনেস্টেশন আইন ও বিধীমালা অনুযায়ী ১৮০০ স্কয়ার ফিট আয়তনের জমির মধ্য ৬ তলা অনুমোদনের জন্য সর্বমোট জমি হতে ভবনের চারপাশে জায়গা উন্মুক্ত রাখা এবং ভবনের সামনে সবুজ বনায়নের জন্য জায়গা সহ ম্যাক্সিমাম  গ্রাউন ফ্লোর ব্যতীত প্রতি তালায় আয়তন হিসাবে কমপক্ষে প্রায় ১ তলা হতে ৬ তালা পর্যন্ত প্রতি তালার আয়তন সটব্য সহ প্রায় ১২৬০ স্কয়ার ফিট হারে ভবন নির্মাণের শর্তে জোনাল কার্যালয়ে লিখিতভাবে অঙ্গীকার নামা দিয়ে অনুমোদিত নকশার কপি গ্রহণ করে ভবন মালিক রুবেল গং।

ভবন মালিক রুবেল গং রাজউক জোনাল কার্যালয়ে লিখিত ভাবে দেওয়া অঙ্গীকারনামার শর্ত সমূহ ইস্পষ্ট ভাবে লংঘন করে প্রতি তালায় অনুমোদিত আয়তন সেটব্যাক সহ প্রায় ১২৬০ স্কয়ার ফিট এর পরিবর্তে প্রতি তলায় আয়তন করেছে প্রায় ১৩৮০ স্কয়ার ফিট করে ভবনটির ৩ তলা পর্যন্ত কাজ করছে। এতে করে ভবনের প্রতি তলায় প্রায় ১২০ স্কয়ার ফিট বর্ধিত করা হয়েছে। এ ভবনের মালিক ভবনটি নির্মাণের সময় প্রতি তালায় ১২০ স্কয়ার ফিট হারে বেশি করা হলে রাজউককে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ৩ তালা ভবনের প্রায় ৩৬০ স্কয়ার ফিট বেশি করেছে।গত ০২/১১/২০২৪ ইং তারিখে সরাসরি ভবনের তথ্য সংগ্রহের জন্য গেলে তথ্যসম্বলিত সাইনবোর্ড এবং সেফটি নেটের কোন কিছুর দেখা মিলেনি। তবে ভবন মালিক রুবেল গং কে এ সকল তথ্য নিশ্চিত করে বলেন রাজউক জোনাল কার্যালয় হতে উক্ত ভবনটি পরিদর্শনের জন্য একাধিকবার ইমারত পরিদর্শক এসেছিলেন, কিন্তু ভবন মালিক রুবেল গং বলেন  ইমারত পরিদর্শক এখানে এসে ভবনের চারপাশ মেপে নকশা নিয়ে জোনাল অফিসে দেখা করতে বলেন।গত ২৮/১১/২০২৪ ইং তারিখে রুবেল গং এর সাথে কথা বলে সে জানায় ভবনটি নির্মাণের সময় রাজউকের নকশা ব্যত্যয় করে নির্মাণ করায় বর্তমানে খুব বিপদে আছি। আমি কি করবো। রাজউকের নিয়ম অনুযায়ী বাড়ি করলে কেউ বাড়ি তৈরি করতে পারবে না। তবে চেষ্টা করতেছি এ বিষয়ে সমাধানের, দেখা যাক কি হয়। সাংবাদিকরা নিউজ করলে কিছু হয় না,এ এলাকার ইন্সপেক্টর এর সাথে আমার ওঠাবসা আছে সে বলেছে কোন সমস্যা নেই আমি আছি বিল্ডিং করেন, আপনি নিউজ করে দেখেন কিছু করতে পারেন কিনা এমনটাই জানায় রুবেল গং।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি