প্রতারক সালমান মুন্সি (তুহিন) আগের বৌকে ডিভোর্স না দিয়ে অন্যের বৌ নিয়ে ঘর সংসার

মোর্শেদ মারুফ

ফরিদপুর, ভাঙ্গা উপজেলা, ঘারুয়া ইউনিয়ন বামনকান্দা গ্রামের লুৎফর রহমান মুন্সীর ছেলে সালমান মুন্সী তুহিন (৩১) একজন প্রবাসীর স্ত্রী সায়মা খাতুনকে মিথ্যা আশ্বাস দিয়ে দিনের পর দিন ধর্ষণ করে আসছিলেন সালমান মুন্সি তুহিন। পর্যয়ক্রমে সায়মা বিয়ের কথা বললে এলাকার সহকারী কাজী দিয়ে বিয়ে পড়ানো হয়, কিন্তু সন্তান যখন গর্ভে আসে ঠিক তখনই সালমান মুন্সি তুহিন বলেন এ বিয়ে বৈধ নয়! সাড়ে নয় বছরে তাদের বিয়ে হয় তিন বার, তার মধ্যে শেষের বিয়ে প্রবাসী স্বামীকে ডিভোর্স দেওয়ায় সালমান মুন্সি।
শুধু তাই নয় সায়মা আক্তার এর কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে এ পর্যন্ত প্রায় কোটি টাকা।
ঢাকা থেকে একটি অনুসন্ধানী টিম অনুসন্ধান করতে গেলে অনেক তথ্য বেরিয়ে আসে যা ভিডিও সহ অনুসন্ধান টিমের কাছে সংরক্ষিত রয়েছে।
সালমান মুন্সির পরিবার আর্থিক ভাবে অসচ্ছল থাকা সত্ত্বেও সরেজমিনে গিয়ে দেখা যায় ফাউন্ডেশন দেওয়া বাড়ী তার মধ্যে তিন তলা কমপ্লিট আর একটি আইস ক্রিম ফ্যাক্টরী দেখা যায় ছোট পরিসরে তাহলে সালমান মুন্সি তুহিন কি আলাউদ্দিনের চেরাগ পেয়েছেন, সায়মার অভিযোগ, সালমানের সঙ্গে সু-সম্পর্ক থাকাকালীন সময় প্রায় রাতেই তাঁর অজান্তে তাকে ঘুমের ঔষধ খাওয়ানো হতো। সেই সুযোগে তাঁর ঘর থেকে প্রয়োজনীয় কাগজপত্র, ব্যাংকের চেক, নগদ অর্থ ও স্বর্নালংকার সহ বিয়ের কাবিন নামা চুরি করে পালিয়ে যায় সালমান।
তারপর থেকে সায়মা আক্তারের ফোন ধরেন না এমনকি বাসা বাড়ীতে সালমান যায় না।
সালমান মুন্সি তুহিন অনুসন্ধান টিম কে বলেন সায়মার সাথে কোন অনৈতিক সম্পর্ক ছিলো না তার সাথে আত্বীয়তার সম্পর্কে যাতায়াত ছিলো।
বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের তথ্য অনুযায়ী দেখা যায় সায়মার গর্ভের সন্তান ডি এন্ড সি করতে স্বামীর নাম উল্লেখ রয়েছে।
তাকে গর্ভের সন্তানের বিষয় জিজ্ঞাসা করলে বিষয়টি অস্বীকার করে বলেন অভিভাবক হিসাবে তাকে হসপিটালে ভর্তি করিয়াছি।
হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে বাচ্চার বাবা হয়ে সেই বাচ্চাকে আবার হত্যা করে অস্বীকার করে এ কেমন নর পিশাচ।
অনুসন্ধান টিমের বুঝতে আর বাকি নেই সালমান মুন্সি তুহিন একজন প্রতারক বর্তমান তার নামে ফরিদপুর জেলা দায়রা জজ আদালতে মামলা চলমান যাহার ধারা-৪৯৩/৩১৫/৩১৬
এই প্রতারক আরেকজন কে বিয়ে করেছে সেও প্রতারক নাম আরিফা আক্তার বাড়ী বরিশালের উজিরপুরে সে তার আগের স্বামীকে ডিভোর্স না দিয়ে প্রতারক সালমান কে বিয়ে করেছেন তার বিয়ে বৈধ হয় কিভাবে? তাদের বিয়ের কাবিন নামা চাইলে তারা বলেন কাবিন আছে দেখতে চাইলে তারা দেখাতে পারিনি তাহলে কি এটাও বিয়ের নামে প্রতারণা?
সায়মা আক্তার সঠিক তদন্তের মাধ্যমে বিচার চেয়েছেন বিচার বিভাগে।

বনশ্রীতে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার: 

রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এর আগে রাত ৮টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান।

তিনি জানান, রাজধানীর বনশ্রীর ‘সি’ ব্লকের ৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাসায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রওনা হয়। তবে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। রাত ৯টা ৪ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর রাত সাড়ে ৯টায় আগুন নির্বাপণ করা হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

 

সবা:স:জু- ৪৫১/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম