শরীয়তপুরে কিশোরীকে অপহরণের পর গনধর্ষণ

নিজস্ব প্রতিবেদকঃ
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় ১৬ বছরের কিশোরীকে অপহরণের পর গনধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ৬ জনকে অভিযুক্ত করে পদ্মা সেতু দক্ষিণ থানায় একটি মামলা রুজু হয়েছে ।

অভিযুক্তরা হলেন- উপজেলার হাজী জৈনুদ্দিন মাদবর কান্দির ওমর ফারুক মাদবর(২১),রতন মাদবর (৩০), আলমগীর বেপারী ও অজ্ঞাত আরো তিনজন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ মে বিকেলে শিবচর উপজেলার ক্রোকচর গ্রামে নানা বাড়ি থেকে নিজ বাড়ি হাজী জৈনুদ্দিন মাদবর কান্দির উদ্দেশ্যে আসার পথে মৌলভীকান্দি এলাকায় অভিযুক্ত ওমর ফারুক মাদবর,রতন মাদবর , আলমগীর বেপারী ও অজ্ঞাত আরো তিনজন ওই কিশোরীকে জোরপূর্বক একটি সাদা মাইক্রোবাসে তুলে অপহরণ করে নাও ডোবা গোল চত্ত্বরের দিকে নিয়ে যায়। এ সময় ওই কিশোরী পানি পান করতে চাইলে অভিযুক্তরা চেতনা নাশক ঔষধ মেশানো পানি পান করিয়ে তাকে দুর্বল করে ফেলে। মাইক্রো বাসের ভেতরেই অভিযুক্তরা জোরপূর্বক ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণ করে। পালাক্রমে ধর্ষণের পর অভিযুক্তরা ওড়না দিয়ে হাত বেঁধে কিশোরী কে জমাদার স্ট্যান্ড থেকে জাজিরা যাওয়ার রাস্তায় মাইনুদ্দিন কান্দি নামক স্থানে অবস্থিত পল্লী বিদ্যুৎ অফিসের ২০০ গজ উত্তর পাশে রাস্তার উপর ফাঁকা স্থানে ফেলে চলে যায়। পরবর্তীতে পথচারীরা বিষয়টি পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ অচেতন অবস্থায় রাত ৮.১৫ মিনিটের সময় উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জ্ঞান ফিরলে কিশোরীর বাবা মাকে খবর দেওয়া হয়। পরে ভুক্তভোগী কিশোরী পুলিশ ও তার মায়ের কাছে গণধর্ষণের বিষয়টি বর্ণনা করেন।

গাজীপুরে বিএনপি নেতার মদদে জমি দখলের চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিএনপি নেতার মধ্যে জমি দখলের চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

শরিফুল হাসান গাজীপুর জেলা প্রতিনিধি:

জুলাই ১, ২০২৫। গাজীপুর প্রতিনিধি গাজীপুরে বিএনপির এক নেতার মধ্যে হামলা ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। আজ মঙ্গলবার ( ১লা জুলাই) সকাল সাড়ে ১১টায় গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া সাংবাদিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে শাখাওয়াত হোসেন জানান, জয়দেবপুর থানা এলাকায় বানিয়ার চালা মাহনা ভবানীপুর মৌজাস্থিত এস এ ৫৬৩,আর এস ২৪৯ খতিয়ান ভুক্ত এস এ ৫৯৬, আর এস ২৫৪৮ দাগে ৭ একর ২ শতাংশ জমির কাতে ক্রয়কৃত ১২৬ শতাংশ জমির মালিকানা লাভ করিয়া দীর্ঘদিন ধরে ভোগদখল করিয়া আসতেছি।

ইতিপূর্বে গাজীপুর জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও নব গঠিত গাজীপুর সদর উপজেলা বিএনপির ৭নম্বর আহ্বায়ক সদস্য ইসলাম উদ্দীন আমার কাছে ১ কোটি টাকা চাঁদা দাবি করে। এবং বিভিন্ন কৌশলে ১২ লাখ টাকা আমার কাছে থেকে হাতিয়ে নেয় বিএনপির এই নেতা এবং বাকী টাকা দাবি করে বিভিন্ন সময়ে মোবাইলে হুমকি দিয়ে আসছে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে, আমার জমি কিভাবে ভোগদখল করি তা দেখে নেবে বলে হুমকি দেয়।

পরবর্তীতে বিএনপির এই নেতা ইসলাম উদ্দীন এর মধ্যে গত ২৩ জুন রাতে স্থানীয় ভূমিদস্যু ও দখলবাজ মোঃ রমজান (৪৫), ফারুক হোসেন (৪০), মোঃ বাবু মিয়া (৪০),দেলোয়ার হোসেন দেলু (৪২), ফরিদ আলম (২৭), মাসুদ (২৫), আলভী সরকার (২৮), মোঃ রাজ্জাক (৩২), কফিল (৪৭) ও আল আমীন (২৮) সহ আরও ১৮ থেকে ২০ জন সন্ত্রাসী প্রকৃতির লোক বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া আমার ভোগ দখলীয় জমিতে প্রবেশ করিয়া প্রথমে নিরাপত্তা সিসি ক্যামেরা, বসতবাড়ী এবং মার্কেটে ভাঙচুর করে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি করে।

আমি এই ঘটনায় জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করলে গত ২৫ জুন তাদের নামে মামলা হয়।

তিনি আরও বলেন, বিএনপির নেতা ইসলাম উদ্দীনের লেলিয়ে দেয়া সন্ত্রাসী ও ভূমিদস্যুদের নামে থানায় মামলা করার পর থেকে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। আমার ছবি এডিট করে আমাকে আওয়ামী লীগের দোসর বানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালাতে লিপ্ত।

গত ২৯ জুন নাদিম হায়দার বাদী হয়ে আমি ও আমার পরিবারের ৮ জনের নামে জয়দেবপুর থানায় সাজানো মিথ্যা মামলা করে। এমতাবস্থায় আমি ও আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হয়রানির উদ্দেশ্য করা মামলা থেকে অব্যাহতি দিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করছি। একইসাথে রাজনৈতিক দলের পরিচয় বহনকারী ইসলাম উদ্দিনের নামে কয়েকটি পত্রিকায় ঝট ব্যবসা নিয়ে নিউজ হইছিল। এইসব ভূমিদস্যুদের দ্রুত গ্রেফতারের দাবি জানান ভুক্তভোগী পরিবার।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ