স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পাচ্ছেন দৈনিক আমাদের নতুন সময়-এর ইমেরিটাস সম্পাদক নাঈমুল ইসলাম খান।
নাঈমুল ইসলাম খানের নিয়োগের সারসংক্ষেপ অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের পর তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আদেশ জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নাঈমুল ইসলাম খান ৭৮ হাজার টাকা নির্ধারিত বেতনসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন।
আদেশ অনুসারে, তাকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত বা তার সন্তুষ্টি অনুযায়ী (যেটি আগে ঘটে) প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.