জহিরুল ইসলাম মিঠু:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে নিখোঁজের দুই দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ব্যবসায়ী সজল ঢালির। গত বুধবার রাত ১১টার পর থেকে তার মোবাইল ফোনও বন্ধ থাকায় পরিবারের লোকজনের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। সদরঘাটে সজলের কাপড়ের ব্যবসায় রয়েছে জানান স্বজনরা। এ ঘটনায় বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ
ডায়েরি করেছেন সজলের শ্বশুর অহিদুল।
জিডিতে তিনি উল্লেখ করেন, বুধবার রাত ১১টায় কেরানীগঞ্জের হাসনাবাদে নির্মাণাধীন বাড়ির কাজ শেষে শ্যামপুরের আরসিন গেটের বাসার উদ্দেশে রওনা হন সজল। এরপর আর বাসায় ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর-রশিদ বলেন, নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.