মেহেরপুরে গাঁজাসহ দুজন মাদক আটক ব্যবসায়ী আটক

মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি ১৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। আটককৃতর মাদক ব্যবসায়ীরা হলো, গাংনী উপজেলার ধলা গ্রামের বাবর আলী ছেলে সবুজ(২৪),সাহেবনগর গ্রামের ফকির মন্ডলের ছেলে উজির ফকির(৬৭)।

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ৬ কেজি গাঁজাসহ সবুজ ও কাজিপুর গ্রামে অভিযান চালিয়ে ৫১৫ গ্রাম গাঁজাসহ উজির ফকিরকে আটক করে। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেলা আদালতে প্রেরণ করা হবে। তিনি আরো বলেন, মাদক উদ্ধারের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পৃথক স্থান থেকে দুজন আসামি পালিয়ে যায়, তাদেরকে আটকের চেষ্টা চলমান রয়েছে।

সাবেক কাউন্সিলর জিয়াউল ও তার স্ত্রীর ১১ কোটি টাকার সম্পদ জব্দ

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জিয়াউল হক সুমন এবং তার স্ত্রী শাহনাজ আকতারের ১১ কোটি ৬২ লাখ ৭০ হাজার ৯১০ টাকার জায়গা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৪ জুন) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. হাসানুল ইসলাম এ আদেশ দেন।

আদালতের দুদকের পিপি মাহমুদুল হক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালে দুদকে জমা হওয়ায় চসিকের ৩৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল সুমনের ১৫ কোটি এবং তার স্ত্রী শাহানাজ আকতারের প্রায় দেড় কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১। অনুসন্ধানে অবৈধ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা পায় অনুসন্ধানকারী কর্মকর্তা কার্যালয়ের উপসহকারী পরিচালক আপেল মাহমুদ বিপ্লব।

এদিকে স্ত্রীসহ জিয়াউল হক সুমনের অর্জিত ১১ কোটি ৬২ লাখ ৭০ হাজার ৯১০ টাকার জায়গা জমি জব্দের অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন। কমিশনের অনুমোদনের পর গত ১৮ জুন চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. হাসানুল ইসলামের আদালতে জিয়াউল সুমন ও তার স্ত্রী শাহানাজ আকতারের অর্জনকৃত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ জব্দের আদেশ চেয়ে আবেদন করেন অনুসন্ধান কর্মকর্তা আপেল মাহমুদ বিপ্লব।

জব্দ হওয়া জায়গা জমিগুলোর অবস্থান চট্টগ্রাম মহানগরীর বন্দর, পতেঙ্গা, ইপিজেড এবং কক্সবাজার সদর থানা এলাকায় বলে জানিয়েছে দুদক।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা দীর্ঘদিন পর গাজায় একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি