মহম্মদপুরে হত্যা মামলার আসিমীরা জামিনে এসে সভাপতি আহাদের নেতিৃত্বে বাদীকে মারধোর থানায় অভিযোগ!

মগুরা প্রতিনিধি :
মাগুরার, মহম্মদপুর উপজেলার রাজপাট গ্রামের আলোচিত গোবিন্দ সাহা হত্যা মামলার আসামিরা জামিনে এসে বাদী ও তার পরিবারের স্বজনদের মামলা তুলে নিতে বিভিন্ন হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে বলে জানা যায়। এ ঘটনার বিচার চেয়ে বাদী গোপাল সাহা হামলাকারীদের বিরুদ্ধে মহম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায় ২২ জুন ২০২৪ ইং তারিখ, শনিবার দুপুর ১২.০০ ঘটিকায় রাজপাট গ্রামের শক্তিনাথ সাহার ছেলে গোপাল অরফে শিমুল সাহা, মৃত অজিত সাহার ছেলে গৌতম সাহা, শক্তিনাথ সাহা, কৃষ্ণগোপাল সাহা, সুর্যকান্ত সরকারের ছেলে সুবাশ সরকার ও প্রভাষ সরকার এবং সুবাশ সরকারের ছেলে প্রান্ত সরকার, বাদী গোপালের বাড়ীতে গিয়ে মামলা তুলে নেয়ার বিভিন্ন প্রাণ নাশের হুমকী দেন এবং বলে মামলা তুলে না নিলে তার বাবার মতো তাকেও কুপিয়ে হত্যা করবে বলে জানা বাদী। এর কিছুক্ষন পর বাদী গোপাল সাহা রাজাপুর বাজারের উত্তর পাশে পাট গলির সাথে তার মুদির দোকানে গেলে বড় কলমধারী গ্রামের মৃত মকবুল মোল্লার ছেলে রাজাপুর বাজারের সভাপতি আহাদ মোল্যার নেতৃত্বে বাদী গোপালের দোকানের সামনেই উক্ত হত্যা মামলার আসামীরা হামলা করে এবং তাকে মেরে আহত করলে তার ডাক চিৎকারে লোকজন এসে গোপাল সাহাকে উদ্ধার করে মহম্মদপুর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করান। নিহতের স্বজনরা জানান, আসামিপক্ষ প্রভাবশালী হওয়ায় তারা মামলা তুলে না নিলে ফের হামলা ও মারধর করবে। ফলে নিহতের পরিবারের অনেকেই পালিয়ে দিন কাটাচ্ছেন।
উক্ত আসামীগণ বাদী ও স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার জন্য বিভিন্ন নেতারকর্মীদের দ্বারে দ্বারে ঘুরছেন। কোন উপয়ন্তর না পেয়ে উল্টে কোর্টে ৩২৩ ধারায় একটি মিথ্যা মামলা করেন বলে জানা যায়। বাদী জানান আমার পিছনে লেগে আছেন রাজপাট গ্রামের সুকুমার নাম করে এক ওসি তিনি বর্তমানে মানিকগঞ্জ জেলায় এক থানায় কর্মরত আছেন।
পিছনে লাগার কারণ জানতে চাইলে বাদী জানান আমার বাবা হত্যা মামলায় তার আপন দুই ভাই সুধাংশু বিশ্বাস ও সুভাষ বিশ্বাস আসামি ছিলেন তাদের নাম যে কোন কারণে চার্জশীট থেকে বাদ যায় আমার উকিল কোর্টে তার দুই ভাইয়ের বিরুদ্ধে নারাজী পিটিশন দিয়েছেন এর প্রেক্ষিতে ওই ওসি আমার ক্ষতি করার জন্য আমার পিছে উঠে পড়ে লেগে আছেন। আজ আমাকে মারার সময় ওসি ভাই সুভাষ বিশ^াস ছিলেন।
উল্লেখ্য মামলা সুত্রে জানা যায়, ২০২৩ সালের ২৫ নভেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ আসামী শক্তিনাথ সাহার হুকুমে গোবিন্দ কুমার সাহাকে আসামী শিমুল সাহা ওরফে গোপাল সাহা খুন করার অসৎ উদ্দেশ্যে আমার পিতার মাথা লক্ষ্য করিয়া চাইনিজ কুড়াল দিয়ে কোপ মারে আসামী গৌতম সাহা একই ভাবে পূর্বের কোপের পাশে ছ্যানদা দ্বারা আরও একটা কোপ মারিলে গোবিন্দ সাহা মাটিতে পড়ে গেলে আসামী ওসি সুকুমারের ভাই শুধাংশু বিশ্বাস হত্যা করার উদ্দেশ্যে রামদা দিয়ে কপালের উপর কোপ মারে। আসামী কৃষ্ণ গোপাল সাহা বল্লাম দিয়ে মাথার ডান পাশে ডান কাধের উপর সজোরে কোপ মারিয়া বল্লম মাথায় ঢুকাইয়া দেয়, এরপর আসামী শক্তি নাথ সাহা খুন করার অসৎ উদ্দেশ্যে লোহার রড দিয়ে মাথার পিছনে কয়েকটি আঘাত করে। ওসির সুকুমারের ভাই আসামী সুভাষ বিশ্বাস মাথা লক্ষ্য করিয়া দিয়ে আঘাত করে উক্ত আঘাত নাকে লাগিয়া নাক ভাঙ্গিয়া যায়। এরপর হত্যা নিশ্চিত করতে আসামী প্রভাস উভয় হাতে উপর্যপুরী আঘাত করিয়া মারাত্মক জখম করে। আসামী রাজ সাহা মাথার উপরে এবং আসামী উজ্জল সরকার ডান পায়ের গোড়ালিতে লোহার রড দ্বারা আঘাত করে। আসামী সৌরভ শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দ্বারা পিটাইয়া মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। ঘটনার সময় বাদী ঘটনাস্থলে ছিলেন আসামীদের ভয়ংকর আচরনের কারণে কোনভাবে বাদী গোপাল সাহা তার পিতাকে বাঁচতে পারে নাই।
২৫-১১-২০২৩ তারিখে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ২৬-১১-২০২৩ তারিখে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ০১-১-২০২৩ ইং তারিখ সকাল ৮.৪০ মিনিট এর সময় মৃত্যুবরণ করেন।
ওসি সুকুমার বিশ^াসের হস্তক্ষেপে তাহার দুই সহদোর ভাইয়ের হত্যা মালার চার্জশীট থেকে নাম বাদ যায় বিস্তারিত আসছে…..।

মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে- অ্যাডঃ আবুল হাসেম খান এমপি

 

নিজস্ব প্রতিবেদক;
“সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের কল্যাণে কাজ করে। মাদক কারবারিরা দেশ সমাজ ও মানুষের শত্রু, মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকারের আত্মার মাগফেরাত কামনা করছি।” বুড়িচংয়ে মাদক কারবারিদের গুলিতে নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন বুড়িচং ব্রাহ্মণপাড়া (কুমিল্লা ৫) আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ আবুল হাসেম খাঁন।
শুক্রবার বিকেলে উপজেলার সৈয়দপুর ডুবাইরচরস্থ হোটেল নূর মহল এর কনফারেন্স হলে বুড়িচং প্রেসক্লাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য তিনি আরো বলেন, সেদিন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে খবর পাই সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যাকান্ডের, খুব মর্মাহত হয়েছি শুনে। একজন তরুণ সাংবাদিক কে এভাবে হত্যা সত্যিই গভীর দুঃখজনক। আমার আরেকটি পরিচয় সবসময়ই বলি, আগে আমি বঙ্গবন্ধুর লোক পরে আওয়ামীলীগ। বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আমরা আজো পরাধীন থাকতাম। জাতির মুক্তির জন্য জীবনটা ব্যায় করেছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছেন। সকলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, তিনি ভালো থাকলে দেশ ভালো থাকবে”
বিশেষ অতিথি হিসেবে প্রায়াত সাংবাদিক নাঈম স্মরণে আরো বক্তব্য রাখেন কুমিল্লা জেলা (দক্ষিণ) আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলী আকবর, সোনার বাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবু সালেক মোহাম্মদ সেলিম রেজা সৌরভ, ঢাকাস্থ বুড়িচং উপজেলা সমিতির সভাপতি এমএ মতিন এমবিএ , কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মহাবুবুর রহমান , শিক্ষক নেতা অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক “চ্যানেল বাংলাদেশ” টিভির চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ জিতু, মেঘনা টিভির পরিচালক এইচ এম মহিউদ্দিন।

বুড়িচং প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হাফিজ এর সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রভাষক ইকবাল হোসন ও সহ-সভাপতি মাহফুজ বাবু৷
আলেচনা ও দোয়া মাহফিল শেষে প্রয়াত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম এর মায়ের হাতে মরণোত্তর সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডঃ আবুল হাসেম খান।
এসময় আরো উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আহসানুজ্জামান সোহেল, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সুমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু ইউসুফ ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক এমরান হোসেন , তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাসান মাষ্টার, সদস্য জাফর সাদেক, কাজী সাইফুল। এছাড়াও কুমিল্লা জেলার বিশিষ্ট সাংবাদিক শাহীন মির্জা, সিরাজুল ইসলাম চৌধুরী, গাজী মোহাম্মদ আবদুল জলিল, মোহাম্মদ শফিকুল বাশার, মোহাম্মদ রাকিব উদ্দিন ভূঁইয়া তুহিন, মোহাম্মদ বিল্লাল হোসেন,
বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জালাল উদ্দীন, যুবলীগ নেতা ও বুড়িচং-ব্রাহ্মনপাড়া মোবাইল দোকান মালিক সমিতির সভাপতি আক্তার হোসেন আকাশ, যুবলীগ নেতা মেহেদী হাসান মুরাদ প্রমুখ।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে সকলে ইফতার আয়োজনে শামিল হন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে