নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে ঢাকা পোস্টের প্রতিনিধি হামলায় আহত

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ শহরের চাঁনমারিতে বিক্ষুব্ধদের সাথে পুলিশের সংঘর্ষে ছবি ও ভিডিও সংগ্রহ করতে গিয়ে বিক্ষুব্ধদের হামলার শিকার হয়েছেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি জাকারিয়া শিপন৷ হামলাকারীরা এসময় তার উপরে প্রচুর পরিমাণে ইটপাটকেল নিক্ষেপ করে ও তাকে ধাওয়া দেয়৷ ধাওয়ায় পড়ে গিয়ে মারাত্নকভাবে পা মচকে যায় ওই সাংবাদিকের৷ রবিবার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে৷

আহত সাংবাদিক শিপন বলেন, দুপুর দুইটার দিকে ডিসি অফিস ও জেলা পরিষদের সামনে সংঘর্ষের খবর পেয়ে ছবি ও ভিডিও ধারণের জন্য চাষাঢ়া থেকে সামনের দিকে এগিয়ে যাই। চাঁনমারি পৌঁছামাত্রই পুলিশ ও বিক্ষুব্ধদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া- পাল্টা ধাওয়া শুরু হয়। কাঁদানে গ্যাসে আমারও চোখ জ্বলছিলো তখন। এসময় আহত হওয়া দুইজনকে দেখতে পেয়ে আমি তাদের সাথে কথা বলতে ও ছবি, ভিডিও নিতে শুরু করি। ভিডিও চলাকালেই আশেপাশ থেকে কিছু লোক বিভিন্ন প্রশ্ন করতে থাকে ও উত্তেজিত হয়ে যায়৷ কমপক্ষে একশো লোক আমাকে ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। তারা সাংবাদিকদের তুলে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে ওরা পেছন থেকে ইটপাটকেল মারতে থাকে। এদের মধ্যে কেউ কেউ বলতে থাকে, মারিস না, মারিস না। এদেরই মধ্যে একজন বয়স্ক লোক আমার হাত ধরে বলেন, আমার সাথে দৌড় দেন৷ আমি দৌড়ানো শুরু পড়ে গেলে পা মচকে যায়৷ ওরাও পেছন পেছন আসছিলো৷ একপর্যায়ে অনেক কষ্টে দৌড়ে ডিসি অফিসে আশ্রয় নিই।

বর্তমানে তিনি ডিসি অফিসেই অবস্থান করছেন বলে জানান৷ পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা নিবেন বলেও উল্লেখ করেন।

সন্ত্রাসী মজিবুরের কর্মকাণ্ডে অতিষ্ট উত্তর ষোলপাড়া গ্রামের সাধারণ মানুষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি॥
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার দখল বাজ সন্ত্রাসী ভূমি দুস্যু সোনারগাঁও পৌরসভার ৫ নং ওয়ার্ডের উত্তর ষোলপাড়া গ্রামের মুজিবুর গং। ভুক্তভোগী এমনি একটি লিখিত অভিযোগ করেছেন সোনারগাঁ থানায় শফিকুল ইসলাম নামে একজন। অভিযোগ থেকে জানা যায় দালাল চক্রের প্রধান মুজিবর ভুক্তভোগীর পাশের বাড়ির জাহাঙ্গীর ও রেহেনা নামক অসহায় গরীব লোকের বাড়ির উপর দিয়ে জোড় করে বিদ্যুৎ তের সঞ্চালনের তার নিতে যায়।বাড়ী ওয়ালা একটু অন্য দিক দিয়ে তার নেয়ার জন্য বলায় তাদেরকে হেনাস্তা করেন।তাদের ডাক চিৎকারে আশেপাশে লোকজন ছোটে আসেন। সন্ত্রাসী মুজিবকে দেখে ভয়ে কেউ এগিয়ে আসেনি।

অভিযোগ কারী শফিকুল ইসলাম তাদের বাঁচাতে এগিয়ে গেলে তাকে মুজিবর লোহার শাফাল নিয়ে তেরে আসেন প্রাণে মারার জন্য কোন রকম ঐ সময় বেঁচে যান। উপস্থিত লোকজনের সমুখে অকথ্য ভাষায় গালি গালাজ করেন এবং পড়ে দেখে নেয়ার হুমকি প্রদান করেন নারী কেলেংকারী মুজিবর গং।
বর্তমানে ভুক্তভোগীরা সন্ত্রাসী দের ভয়ে আতংকে জীবন যাপন করেছেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত (ওসি) এস এম শফিকুল বলেন তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে তদন্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায় গতকাল সোমবার তদন্তে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ভূমি দুস্যু মুজিবর।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম