ঢাকা মেট্রো সার্কেল -১ বিআরটিএ তে সকল গনমাধ্যকর্মী প্রবেশ নিষেধ

রাহিমা আক্তার মুক্তা :-

সারা বাংলাদেশ সরকারি অফিস খুললেও বন্ধ রয়েছে বিআরটিএ এর কার্যক্রম। জানা যায় বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত ১৯ শে জুলাই শুক্রবার নামাজের পরে দূবৃত্তরা মিরপুর বিআরটিএ সার্কেল -১ সহ বনানী হেড অফিস ভাংচুর করে ও আগুন জ্বলিয়ে দেয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যার ফলে এখনো সচল হয়নি বিআরটিএ এর কোন সার্ভার। গত মোঙ্গলবার ০৬/০৮/২০২৪ ইং অফিস চলাকালীন সময়ে বিআরটিএ সংক্রান্ত তথ্য নিতে গেলে আনসার সদস্যরা সাংবাদিককে জানান বিআরটিএ তে কোনো গণমাধ্যম কর্মীর প্রবেশ নিষেধ। ঠিক কার মাধ্যমে এমন নিষেধ করা হলো তা জানতে চাই আনসার সদস্যদের কাছে। তখন আনসার সদস্যরা বলেন বিআরটিএ কর্মকর্তা মোবারক স্যার ও রফিক স্যারের নির্দেশে সংবাদ কর্মীদের প্রবেশ নিষেধ করা হয়েছে। কিন্তু আমরা জানতে পারি যে আনসার সদস্য বলেছেন প্রবেশ নিষেন সে ও এখানের সাবেক আনসার ছিলেন। এখানে প্রশ্ন থেকে যায়! যদি সাবেক আনসার বিআরটিএ তে প্রবেশ করতে পারে, তবে কেন গণমাধ্যম কর্মীরা গেটের ভিতরে প্রবেশ করতে পারবে না? এ বিষয়ে আরো জানতে চাই আমরা। সহকারী পরিচালক মো: শামসুল কবির কে জিজ্ঞেস করলে তিনি সাংবাদিককে বলেন আপনি কেন গেটের ভিতরে প্রবেশ করেছেন? কার অনুমতিতে ঢুকেছেন? তার এমন প্রশ্নে সাংবাদিক জানান বিআরটিএ একটি সরকারি অফিস। জনসেবার জন্য সরকার এই ভবনটি তৈরি করেছেন। তাহলে কেনো আমরা ভেতরে প্রবেশ করতে পারবো না।
তখন সহকারী পরিচালক মো: শামসুল কবির বলেন,বিআরটিএ চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল স্যার আমাদের নির্দেশ দিয়েছেন বহিরাগত কোনো সংবাদকর্মী বিআরটি এর ভেতরে প্রবেশ করতে পারবেন না।
এ বিষয়ে আমরা বিআরটিএ চেয়ারম্যান গৌতম চন্দ্র পালের মোবাইলে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল রিসিভ করেন নাই।

প্রথম পর্ব- ০১

জুলাইয়ের ২৬ দিনে রেমিট্যান্স এলো ১৯৩ কোটি ডলার

জুলাইয়ের ২৬ দিনে রেমিট্যান্স ১৯৩ কোটি ডলার

ডেস্ক রিপোর্ট:

চলতি (২০২৫-২৬) অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৬ দিনে ১৯৩ কোটি ৩০ লাখ (প্রায় ১.৯৩ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ (এক ডলার ১২২ টাকা ধরে) প্রায় ২৩ হাজার ৫৮২ কোটি ৬০ লাখ টাকা। রোববার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুলাইয়ের প্রথম ২৬ দিনে ১৯৩ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে দেশে, যা গত বছরের একই সময়ে (২০২৪ সালের জুলাইয়ের ২৬ দিন) ছিল ১৫৫ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় ৩৭ কোটি ৪০ লাখ ডলার বা প্রায় ৪ হাজার ৫৬৩ কোটি টাকা বেশি এসেছে।

এর আগে সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন প্রায় ২৮১ কোটি ৮০ লাখ (২.৮২ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩৪ হাজার ৪০৪ কোটি টাকার বেশি। ওই মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৪০ লাখ ডলার বা এক হাজার ১৪৭ কোটি টাকা।
একক মাস হিসেবে এটি তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। আগের মাস মে মাসে দেশে এসেছে ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তার আগে মার্চ মাসে সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল।

বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত পুরো সময়ে মোট ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স আসে। আগস্টে আসে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলারের রেমিট্যান্স আসে। পরের মাস জানুয়া‌রি‌তে আসে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার, মার্চে ৩২৯ কোটি ডলার, এপ্রিলে আসে ২৭৫ কোটি ডলার, মে মাসে ২৯৭ কোটি ডলার এবং সবশেষ জুন মাসে এসেছে ২৮২ কোটি ডলারের রেমিট্যান্স।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম