সংসদ সদস্য নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

 

শার্শা প্রতিনিধি (যশোর):

যশোর-১ আসনের সদ্য বিদায়ী সংসদ সদস্য আফিল উদ্দিনকে নিয়ে অনৈতিক কর্মকান্ডের সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে সাংবাদিক আলী রেজা রাজু উপর সন্ত্রাসী হামলা হয়েছে।শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক নিয়ে চিকিৎসা নিয়ে,থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তিভোগী সাংবাদিক। অভিযোগ সূত্রে আরো জানা যায়।যশোর-১ আসনের সদ্য বিদায়ী প্রভাবশালী সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনকে নিয়ে সংবাদ প্রকাশকে কেন্দ্র তার অনুসারী স্থানীয় সন্ত্রাসী শার্শার উত্তর বুরুজবাগানের আব্দুর রবের ছেলে নাসির মঙ্গলবার(১৩ই আগস্ট) রাত ৮টার দিকে শার্শার নাভারণ বাজারস্থ জিন্নাতুল্লা মার্কেটের ভিতর অর্তকিত হামলা চালায় জীবন নাশের উদ্দেশ্য। আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী নাসির হুমকি-ধামকি দিয়ে চলে যায়। এবিষয়ে জানতে চায়লে সাংবাদিক আলী রেজা রাজু বলেন,সন্ত্রাসীরা ছাড়া সাংবাদিক উপরের হামলা কেউ হামলা চালায় না এবং তাকে দ্রুত আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেন।
অভিযুক্ত হামলাকারীর মন্তব্য জানার জন্য বারবার চেষ্টা করে ব্যর্থ।
এ বিষয় শার্শার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন,তাকে দ্রুত আইনের আওতায় আনার জন্য কাজ চলমান।

সরবরাহ বৃদ্ধিতে খুলনায় কমেছে সবজির দাম

স্টাফ রিপোর্টার: 

খুলনার বাজারে কমেছে সবজির দাম। কয়েক সপ্তাহ আগে শাক-সবজির লাগামহীন দাম থাকলেও সরবরাহ বৃদ্ধি পাওয়ায় তা কিছুটা কমেছে। বুধবার (২৫ ডিসেম্বর) খুলনা মহানগরীর নতুন বাজার, মিস্ত্রিপাড়া বাজার, গল্লামারি বাজার, খালিশপুর বাজার, বয়রা বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

এছাড়া পাইকারি বাজার এবং খুচরা বাজারের মধ্যে দামের পার্থক্য সামান্য। তবে এ নিয়ে রয়েছে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।

সবজির খুচরা বাজারে, পাতাকপি ৩০-৪০ টাকা, ফুলকপি ৩০-৩৫ টাকা, পেঁয়াজের কলি ৫০ টাকা কেজি, বেগুন প্রকারভেদে ৫০ থেকে ৬০ টাকা, শালগম ৩০ টাকা, মুলা ৩০, করলা ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ঝিঙা ৬০ টাকা, লাল শাক ৩০ টাকা কেজি, লাউ ৪০ টাকা প্রতি পিস, শসা ৫০ টাকা, টমেটো ৬০-৭০ টাকা, গাজর ৫০-৮০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও নতুন আলু ৮০ টাকা, পুরোনো আলু ৭০ টাকা ও পেঁয়াজ ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নগরীর নতুন বাজারে আসা চাকরিজীবী সালমান ফারসি জানান, সবজির দাম অনেকটা কমেছে। কয়েকদিন আগেও ১০০ টাকায় দু’পদের বেশি তরকারি কেনা যেতো না। আজ দাম কিছুটা কম দেখতে পাচ্ছি।

নগরীর মিস্ত্রিপাড়া বাজারে আসা ফরহাদ হোসেন বলেন, আমরা চার বন্ধু ব্যাচেলর থাকি। হালকা সবজি কিনতে এসেছি। ফুলকপি, পাতাকপির দাম কিছুটা কমেছে। তবে টমেটো, আলুর দাম এখনো নাগালের মধ্যে আসেনি।

নগরীর গল্লামারি বাজারের সবজির খুচরা ব্যবসায়ী কামাল মিয়া বলেন, আমাদের এই বাজারটা মেইন পয়েন্টে হলেও সবজির দাম অনেকটা কম। আগে সরবরাহ কম ছিল। শীতের শাক-সবজি এখন আসছে বলেই দাম কমেছে।

তিনি আরও বলেন, টমেটোর সরবরাহ মোটামুটি। তবে টমেটো বেশি ঢাকায় চলে যায় বলে দাম এখনও একটু বেশি।

খুলনা মহানগরীর কাঁচাবাজারের আড়ত ঘুরে জানা যায়, খুলনার বিভিন্ন অঞ্চল থেকে শাক সবজি আসছে। এজন্য দাম কমতে শুরু করেছে। মাঝে শাকসবজির সরবরাহ কম থাকায় কিছু শাকসবজির দাম বেড়েছে।

আড়তদার শফিকুল বলেন, খুলনার বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন সকালে এবং রাতে এ বাজারে সবজি আসে। খুচরা বাজারের ব্যবসায়ীরা এ বাজার থেকেই শাক সবজি কিনে নিয়ে যান। গত কয়েক সপ্তাহের তুলনায় সব কাঁচা শাক সবজির দাম কমেছে। ব্যবসাও এখন একটু ভালো। দাম বাড়লে খুচরা ব্যবসায়ীরাও অনেক সবজি কিনতে চান না। তবে দাম আরও কমতে পারে বলে তিনি জানান।

সবা:স:জু- ৪৯৬/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম