স্টাফ রিপোর্টার:
পুলিশের ১৭ ব্যাচের মেধাবী হারুন উর রশিদ হাযারী দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে ডিআইজি হিসেবে পদোন্নতি পেতে চলেছেন।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) (২০২৪ সালের ২০তম) সভায় হারুন উর রশিদসহ পুলিশ ক্যাডারের ৭৪ কর্মকর্তাকে ডিআইজি হিসেবে পদোন্নতির সুপারিশ করা হয়।
এখন এই পুলিশ কর্মকর্তাদের পদোন্নতির সুপারিশ অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
হারুন উর রশিদ হাযারী সৎ, দক্ষ ও মেধাবী পুলিশ কর্মকর্তা হলেও আওয়ামী লীগ সরকারের সময়ে মূল্যায়িত হননি। রাজনৈতিক বিবেচনার কারণে যোগ্যতা থাকার পরও দীর্ঘকাল তার পদোন্নতি আটকে রাখা হয়।
হারুন উর রশিদ হাযারী ১৯৯৮ সালে পুলিশে যোগদান করেন। পুলিশের ১৭ ব্যাচের মেধা তালিকায় তার অবস্থান তৃতীয়। তার ব্যাচের অনেক কর্মকর্তা অতিরিক্ত আইজিপি হয়েছেন।
এর আগে তিনি নোয়াখালী ও ফেনী জেলার পুলিশ সুপার ছিলেন। এছাড়াও তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.