স্টাফ রিপোর্টারঃ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ নং ওয়ার্ডের কদমতলী থানা এলাকার পশ্চিম মোহাম্মদ বাগের নিজস্ব ওয়ার্কসপে তৈরি করতেন দেশিও অস্ত্র, যা সরবরাহ করতেন আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের নিকট।
৫৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক এর দলীয় ক্যাডার হিসেবে এলাকায় নিজেকে বুক ফুলিয়ে পরিচয় দিয়ে মানিক ও জসিমের সহযোগীতায় গরে তোলেন এলাকায় ত্রাসের রাজত্ব। দোকান পাট কল কারখানায় ওপেনলী করতেন চাঁদাবাজি,
আওয়ামী লীগের সরকারের পতনের আগেও জমিস ফকির বৈশম্যবিরোধী ছাত্র আন্দলন কারিদের প্রানে মাড়ার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের নিকট দেশিও অস্ত্র নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন জসিম ফকির,
সরে জমিনে খোঁজ নিয়ে জানা যায় মোঃ জসিম ফকির ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের ৫৯ নং ওয়ার্ড কমিশনার আকাশ কুমার ভৌমিক এর অতি কাছের লোক হিসেবে আওয়ামী লীগ সরকারের ক্ষমতার দাপট দেখিয়ে মোঃ জমিস ফকির নিজের আখের গোছাতে কমিশনারের কথা মতো দেশিও অস্ত্রের যোগান দিতেন তার নিজ ওয়ার্কসপ থেকে।
প্রশাসনের লোকজন তার ওয়ার্কসপে দেশি অস্ত্র তৈরি হবার কথা জানলেও অদৃশ্য ক্ষমতার কারনে প্রশাসনের পক্ষ থেকে কোন স্টেপ নেওয়া হতোনা।
জসিম ফকিরের ব্যাপারে পশ্চিম মোহাম্মদ বাগের এলাকা বাসির কাছ থেকে এরাকোন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, তারা আরো বলেন জমিসম ফকির আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় অস্ত্র তৈরি মানুষের কাছ থেকে চাঁদাবাজি ছিলো তার ওপেন সিক্রেট।
এলাকার চিহ্নিত অপরাধ জগৎ এর কিং জসিম ফকির এলাকার মানুষদের জিম্মি করে কামিয়েছেন প্রায় ১০ কোটি টাকা।
যা দেখে যে কোন ব্যক্তির চোখ কপালে উঠবে।
এ বিষয়ে জসিম ফকিরের মুঠোফোনে কল দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.