হরিরামপুরের গভীর নলকূপ স্থাপনের নামে আরিফুলের প্রতারণা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর থানার গালা ইউনিয়নে আরিফুল হক নামের এক প্রতারকের খপ্পরে পড়ে গভীর নলকূপ প্রত্যাশী বেশকিছু পরিবার প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

প্রতারণার শিকার এসব পরিবারের অভিযোগ আরিফুল স্থানীয় আওয়ামী লীগের নেতাদের নাম ভাঙ্গিয়ে বিশুদ্ধ পানির অভাবে থাকা বেশ কিছু পরিবারকে গভীর নলকূপ স্থাপন করে দেয়ার আশ্বাস দিয়ে করে তাদের কাছ থেকে কয়েক লাখ টাকা নগদ অর্থ হাতিয়ে নেয়। কিন্তু তিন বছর পার হয়ে যাওয়ার পরেও নলকূপ দিতে না পারায় ওইসব পরিবার তার কাছে দেয়া অর্থ ফেরত চাইলে অনেককেই বিভিন্ন সময়ে হুমকি-ধামকি এমনকি অনেকের উপর শারীরিক হামলা চালিয়েছেন বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আরিফুল হক মূলত একজন দালাল প্রতারক টাইপের মানুষ। স্থানীয় কিছু নেতাদের সাথে উঠাবসা করার সুবাদে বিভিন্ন সময়ে গভীর নলকূপ, ভিজিএফ কার্ড, বয়স্ক ভাতা, আশ্রায়ন প্রকল্পের ঘর পাইয়ে দেয়া সহ বিভিন্ন রকম সুযোগ-সুবিধা দেয়ার নামে এলাকাবাসীর কাছ থেকে বিভিন্ন সময় লাখ লাখ টাকা প্রতারণা করেছে। কিন্তু পরবর্তীতে যারা টাকা চাইতে গিয়েছে তারাই বিভিন্ন ভাবে লাঞ্চিত হয়েছে আরিফুলের কাছ থেকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রুপচান মোল্লা নামের একজন বয়স্ক লোক গভীর নলকূপের জন্য দেয়া টাকা চাইতে গেলে তাকে বেদম মারধর করেন। মারধরের শিকার বয়স্ক রুপচান মোল্লা নামের ওই ব্যক্তি জানান, নলকূপের জন্য টাকা দেয়ার তিন বছর পার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত নলকূপ অথবা টাকা কোনটির বুঝিয়ে না দেয়ায় তার কাছে জিজ্ঞেস করেছি বাবা অনেক দিন তো হয়ে গেল নলকূপ পেলাম না অন্তত টাকাটা ফেরত দাও। টাকা ফেরত যাওয়ার সাথে সাথে তার উপর চড়াও হয় আরিফুল এবং বেধড়ক মারধর করেন বলে অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে স্থানীয় থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী রুপচান মোল্লা।

মানিকগঞ্জের গালা ইউনিয়নে সাল খাই গ্রামের দালাল প্রতারক আরিফুলের প্রতারণার শিকার পরিবারগুলোর স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আরিফুলের প্রতারণা, হুমকির প্রতিকার ও তাদের টাকা ফেরত পাওয়ার আশা করেন।

আবুল মোল্লার বাড়িতে ভয়াবহ ডাকাতি !

 

আজিজুর রহমান বাবু, জেলা সংবাদদাতা, শরীয়তপুর :

শরীয়তপুর জেলার সখিপুর থানার অন্তর্গত চরকুমারীয়া ইউনিয়নের নাওডোবা গ্রামের আবুল মোল্লার বাড়িতে গতকাল গভীর রাতে সিদ কেটে কতিপয় দূর্বৃত্তরা ডাকাতি করে।

আবুল মোল্লার ভাই মোহাম্মদ আলম জানান –
ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় ডাকাত ডাকাত বলে চিত্কার করতে থাকে। সেই মূহুর্তে বাড়ির আশে পাশের প্রতিবেশীরা লাঠিসোটা নিয়ে ধাওয়া করলেও ডাকাত দলের সদস্যরা নিরুদ্দেশ হয়ে যায়।

বাড়িতে এসে মোহাম্মদ আলম দেখেন ষ্টীলের আলমারি ভেঙ্গে স্বর্ণের চেইন, টিকলি, হাতের বালা যার আনুমানিক ওজন হবে তিন থেকে চার ভরি, শুধু তাই নয়, নগদ ১ লক্ষ ৩৪ হাজার টাকা নিয়ে লাপাত্তা হয়।

মোহাম্মদ আলম আরও বলেন – তিন দিন পর চাচাতো বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে সুটকেস, মূল্যবান উপহার সহ জিনিসপত্র, নগদ টাকা যুগিয়ে ছিল আবুল মোল্লা। ভাগ্যের কী নির্মম পরিহাস বিয়ের জন্য আনিত স্বর্ণালকার আর নগদ অর্থ হারিয়ে আবুল মোল্লা পাগলপারা।

বিষয়টি স্হানীয় ইউপি সদস্যকে জানালে, আবুল মোল্লাকে আইন প্রয়োগকারি সংস্থার নিকট অবহিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন