ছাত্রদলের নেতাকর্মীদের ওপর শিবিরের হামলার অভিযোগ, আহত ৫

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ইসলামী ছাত্রশিবির হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রদলের এক কর্মীকে মারধরের সূত্র ধরে এ হামলার ঘটনা ঘটে।

ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কলেজে যান সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছাত্রদল কর্মী আশরাফ উদ্দিন। কলেজ প্রাঙ্গণে ছাত্রশিবিরের নেতাকর্মীরা এসে আশরাফের গতিরোধ করেন। মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেন। বিকাল ৩টার দিকে মারধরের বিষয়ে লিখিত অভিযোগ নিয়ে ছাত্রদলের ১০ নেতাকর্মী কলেজের অধ্যক্ষের কাছে যান। অভিযোগ দিয়ে বের হওয়ার সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের ওপরও হামলা চালান।

এ বিষয়ে চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নুরী সিজ্জি বলেন, ‘ছাত্রশিবিরের নেতাকর্মীরা ধারালো অস্ত্র, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করেন। দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ ছাড়া লোহার রডের আঘাতে আমাদের আরও চার নেতা আহত হন। তারা হলেন যুগ্ম আহ্বায়ক সাইফুল করিম, শরীফুল ইসলাম, নাঈম ভূঁইয়া ও সদস্য শোয়াইবুল ইসলাম। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মারধরে নেতৃত্ব দিয়েছেন ছাত্রশিবির চট্টগ্রাম নগরের (উত্তর) নেতাকর্মীরা।’

তবে ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম কলেজ শাখা কমিটি এখনও প্রকাশ্যে আসেনি। ছাত্রদলের অভিযোগের বিষয়ে ছাত্রশিবির চট্টগ্রাম নগরের উত্তরের সভাপতি ফখরুল ইসলাম ঢাকায় আছেন বলে জানান। ওই কমিটির সাধারণ সম্পাদক তানজীর হোসেন বলেন, ‘বহিরাগত কিছু ব্যক্তি কলেজের বাইরে ঝামেলা করেছিল বলে খবর পেয়েছি। তবে হামলার সঙ্গে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই।’

নগরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে বলে শুনেছি। এতে কয়েকজন আহত হয়েছেন। ঘটনা কেন ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।’

চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

 

ডেস্ক নিউজঃ
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বিকালে একঝাঁক তরুণ  ও পেশাদার সাংবাদিকের সমন্বয়ে সিআরএ এর আগামী এক বছর ২০২৪-২৫ বর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে দৈনিক দেশ বাংলার চট্টগ্রাম বিভাগীয় প্রধান সোহাগ আরেফিন সভাপতি এবং সাপ্তাহিক মিডিয়া এক্সপ্রেস এর সম্পাদক নুরুল আমিন খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দৈনিক আমার সংবাদ এর বিশেষ প্রতিনিধি আজিজুল হক আজিজ, সহ-সভাপতি (১) মাই টিভির পাহাড়তলী থানা প্রতিনিধি নাছির উদ্দীন লিটন, সহ-সভাপতি (২)দৈনিক মুক্ত খবর পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান ওসমান সরওয়ার, যুগ্ম সাঃ সম্পাদক দৈনিক সাঙ্গু এর স্টাফ রিপোর্টার আবদুল কাদের রাজু ও দৈনিক প্রতিদিনের কাগজ’র আবাসিক সম্পাদক বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দৈনিক একুশে সংবাদ’র বিশেষ প্রতিনিধি মোঃ রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক মিডিয়া এক্সপ্রেস’র স্টাফ রিপোর্টার মোঃ রবিউল হোসেন, অর্থ সম্পাদক মুভি বাংলা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোঃ রাশেদ, দপ্তর সম্পাদক দৈনিক মুক্ত খবর এর স্টাফ রিপোর্টার মোঃ আশরাফ উদ্দীন, সহ-দপ্তর সম্পাদক সাপ্তাহিক মিডিয়া এক্সপ্রেস’র স্টাফ রিপোর্টার জুনায়েদ হাসান, প্রচার সম্পাদক দৈনিক সকালের সময়ের মাল্টিমিডিয়া চট্টগ্রাম বিভাগের প্রধান সাইফুদ্দিন রমিজ, সহ-প্রচার সম্পাদক ডেইলি ফাইন্যান্সিয়াল পোষ্ট এর চট্টগ্রাম ব্যুরো প্রধান রুবেল দাশ, ক্রীড়া সম্পাদক বাংলাধারা’র স্টাফ রিপোর্টার সাজ্জাদ হোসাইন, আপ্যায়ন সম্পাদক, দ্যা এশিয়ান এইজ এর চট্টগ্রাম জেলা প্রতিনিধি বশির আহম্মেদ রুবেল, সহ-আপ্যায়ন সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজ’র স্টাফ রিপোর্টার আবুল হাসানাত মিনহাজ।
এছাড়াও কার্যকরী সদস্য নজিব চৌধুরী, সোহেল আমিন, মোঃ মুরাদ, মোঃ সাঈদ মোঃ এবাদুল হক প্রমূখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম