করিমগঞ্জ-তাড়াইলে আনন্দের জোয়ার মিষ্টি বিতরণ 

কিশোরগঞ্জ প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিগত ৫ আগস্ট রাজধানীর উত্তরায় গুলি করে আলমগীর হোসেনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,শেখ রেহানাসহ ২৮৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। উক্ত মামলায় নির্দেশদাতা হিসেবে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে এজাহারনামীয় ৬নাম্বার আসামি করা হয়েছে মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের লক্ষ্যে শেখ হাসিনাসহ অন্য আসামিদের নির্দেশে অস্ত্রধারী সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আলমগীর হোসেন মাথায় গুলিবিদ্ধ হন। উত্তরা পশ্চিম থানাধীন আজমপুর সাউথইস্ট ব্যাংকের সামনে ঘটনাস্থলেই শহীদ হন তিনি।।গত ৬ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নিহতের মা মোসা. আলেয়া বাদী হয়ে এ মামলা করেন। একটি নির্ভর যোগ্য মাধ্যম মামলার এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আর এ খবর প্রচারিত হওয়ার সাথে সাথে তার নিজ নির্বাচনী এলাকায় আনন্দের জোয়ার বইতে শুরু করেছে, এমনকি এলাকায় মিষ্টি বিতরন করার খবর পাওয়া গেছে। পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও তাদের জোটের সমস্ত দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা হলেও অদৃশ্য ও রহস্যময় কারনে তার নামে কোন মামলা হচ্ছিল না। আর এই সুযোগে চুন্নু ও তার সহযোগীরা এলাকায় প্রচার করতে থাকে যে,বিএনপির সাথে জাতীয় পার্টি জোট করে আগামী নির্বাচনে অংশ গ্রহন করবে এবং এই আসন থেকে চুন্নু জোটের নমিনেশান পাবে। এতে করে বিগত সময়ে চুন্নু ও তার বাহিনী দ্বারা নির্যাতিত মানুষের মাঝে এক রকম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। তার নিজ এলাকার অনেকেই তাকে ফ্যাসিস্ট হাসিনার একান্ত অনুগত ও পদলেহন কারী হিসেবে উল্লেখ করেন। সে বিগত সরকারের পুরোটা সময় গুরুত্বপূর্ণ সরকারি পদে থেকে সমস্ত সুযোগ সুবিধা গ্রহন করেছে এবং অবৈধ সম্পদের পাহাড় গড়েছে। মাঝে মাঝে সে সরকারের সমালোচনা করে সস্তা জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করেছে যা পরিস্কার ভণ্ডামি। নাম প্রকাশে অনিচ্ছুক তার গ্রামের একজন সে যে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তার সঠিক অনুসন্ধান ও বিচারের দাবি জানিয়েছেন।

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

স্টাফ রিপোর্টার: 

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনমালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম এবং পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৩০ ও অপরজনের ৬ বছর।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর বনমালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বাবা-ছেলে।

তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

সবা:স:জু-২৭৯/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম