স্টাফ রিপোর্টার:
মোঃ মুরাদ হোসেন আকাশ আহবায়ক এবং দেলোয়ার হোসেন দীপ সদস্য সচিব হিসেবে ঘোষণা করেছেন জিয়া সাইবার ফোর্স এর কেন্দ্রীয় কমিটি, কমিটি যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন
পারভেজ খান, আলী ইমাম আশিক, জাহাঙ্গীর ভুঁইয়া,হোসাইন আহমেদ সোহেল, শামীম আশরাফি,
রাসেল ইপ্তি, শেখ ফরহাদ সদস্য হিসেবে রয়েছেন-ইয়াছিন আরাফাত, মোঃ শাখয়াত হোসেন সম্রাট, আহম্মেদ শাকিল মোঃ সুমন হোসেন, সিহাব আহাম্মেদ তানভীর, খোশনূর আলম তাহসান, ফজলে রাব্বী,, রিজভী সাদেক হিমেল, মুজাহিদুল ইসলাম দুর্জয়, ইউছুপ হাসান হিমেল, গোলাম সরোয়ার, আল হাবিব, আহবায়ক-সদস্য সচিব স্বাক্ষরে সকল ইউনিটের কমিটি ঘোষনা করা এবং ৩০ দিনের মধ্যে পুর্নাঙ্গ করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হল।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.