রায়হান হোসাইন, চট্টগ্রাম ঃ-
চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটের আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট অগ্নিকাণ্ডের পরপর আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
চন্দনপুরা ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহীদুল ইসলাম বলেন, ‘জহুর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের খবরে চন্দনপুরা, আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার স্টেশনের ৮টি ইউনিট ছুঁটে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.