আরও ২৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

স্টাফ রিপোর্টার॥
আরও ২৯ সাংবাদিক ও ব্যক্তির অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। রোববার (৩ নভেম্বর) এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। পিআইডির প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবীরের সই করা আদেশে বলা হয়, প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালার আলোকে এসব সাংবাদিকের অনুকূলে তথ্য অধিদপ্তরের দেওয়া স্থায়ী ও অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। যেসব সাংবাদিকের কার্ড বাতিল করা হয়েছে, তারা হলেন- টিভি টুডের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, নিউজ২৪-এর হেড অব নিউজ রাহুল রাহা, এটিএন নিউজের বার্তা প্রধান নুরুল আমিন প্রভাষ, দৈনিক ডেসটিনির উপ-সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সময় টিভির সিইও আহমেদ জোবায়ের, দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান, নিউজ২৪-এর সিনিয়র রিপোর্টার জয়দেব চন্দ্র দাস, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক দীপ আজাদ, এটিএন বাংলার প্রধান নির্বাহী জ.ই. মামুন, বাসসের উপপ্রধান বার্তা সম্পাদক মো. ওমর ফারুক, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি হোসনে আরা মমতা ইসলাম সোমা, দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি হায়দার আলী, দৈনিক আমাদের অর্থনীতির সিনিয়র নির্বাহী সম্পাদক মাসুদা ভাট্টি, দৈনিক পূর্বকোণের ঢাকা ব্যুরো প্রধান কুদ্দুস আফ্রাদ, বৈশাখী টিভির প্রধান সম্পাদক সাইফুল ইসলাম, ডিবিসি নিউজের অ্যাসাইমেন্ট এডিটর নাজনীন নাহার মুন্নী, ফ্রিল্যান্সার নাদিম কাদির, বাসসের নগর সম্পাদক মধুসূদন মন্ডল, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান বার্তা সম্পাদক আশিষ ঘোষ সৈকত, দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক জাফরউল্লাহ শরাফত, দৈনিক আনন্দ বাজারের বিশেষ প্রতিনিধি কিশোর কুমার সরকার, দৈনিক বাংলাদেশ বুলেটিনের সম্পাদক রফিকুল ইসলাম রতন, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন, আরটিভির সিইও আশিকুর রহমান, একুশে টিভির হেড অব ইনপুট অখিল কুমার পোদ্দার, গাজী টিভির এডিটর রিসার্চ অঞ্জন রায়, দৈনিক ভোরের কাগজের বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন।

সবা:স:মা-২৪/২৪

ইসলামী যুব মজলিসের “উদ্যোক্তা উন্নয়ন ওয়ার্কশপ” অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

২৬ আগস্ট, শনিবার সকাল ১০টায় রাজধানীর একটি মিলনায়তনে ইসলামী যুব মজলিসের পূর্ব ঘোষিত প্রোগ্রাম অনুযায়ী উদ্যোক্তা হতে ইচ্ছুক অনলাইনে আবেদনকারী তরুণদের থেকে নির্ধারিতদের নিয়ে প্রথম ব্যাচের “উদ্যোক্তা উন্নয়ন ওয়ার্কশপ” অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় কমিটির আহবায়ক ড. মুস্তাফিজুর রহমান ফয়সলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

উদ্যোক্তা উন্নয়ন ওয়ার্কশপে আমন্ত্রিত উপস্থিত ডেলিগেটদের সাথে দায়িত্বশীলদের সরাসরি কন্টাক্ট, ইসলামে উদ্যোক্তা হওয়ার গুরুত্ব আলোচনা, হালাল বিভিন্ন ব্যবসার বিষয়ে দিকনির্দেশনা ও করণীয়, সফল উদ্যোক্তাদের উৎসাহ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য, ডেলিগেটদের অনুভূতি প্রকাশ, অতিথিদের বক্তব্য এবং দোআ ও মুনাজাত সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত ছিলো।

সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব তাওহীদুল ইসলাম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত ওয়ার্কশপে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক মুহাম্মাদ আব্দুল জলীল, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সচিব এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, যুগ্ম সচিব মাওলানা সোহাইল আহমদ, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য- মাওলানা মনির হোসাইন, মাওলানা আবুল হোসাইন, মুফতী শেখ শাব্বীর আহমাদ, মাওলানা মুহাম্মাদ সালমান, মাওলানা আবু তাহের, প্রমুখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ