বনেক বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ৮৪ সাংবাদিক

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) ও দৈনিক প্রতিদিনের কাগজে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে ৫৮ জনসহ মোট ৮৪ জনকে বর্ষসেরা সাংবাদিক পুরস্কার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মাওলানা মুহাম্মদ আকরম খা কনফারেন্স রুমে দৈনিক প্রতিদিনের কাগজ ও বনেক’র যৌথ উদ্যোগে আয়োজিত “বনেক মিডিয়া অ্যাওয়ার্ড” ও “প্রতিদিনের কাগজ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড”-২০২৪ এর আয়োজন করা হয়।

দৈনিক প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক এর সঞ্চালনায় ও উপদেষ্টা সম্পাদক আমিরুল ইসলাম আসাদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের সম্পাদক-প্রকাশক ড. মোঃ ইদ্রিস খান, দৈনিক অধিকাররের সম্পাদক ও সোনারগাও ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক তাজবীর সজিব, এসএ টিভির উপস্থাপক ও সাবেক বার্তা সম্পাদক রনজক রিজভী,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্পোর্টস এডিটর রাকিবুল হাসান, দৈনিক উপচারের সম্পাদক-প্রকাশক ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম, দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ, চারণ সাংবাদিক-মনোনেশ দাস, এনামুল হক বাবুল, সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।
এসময় ১৩টি ক্যাটগিরিতে মোট ৮৪ জনকে সম্মানিত করা হয়। তাদের মধ্যে বনেক মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন ১৪ জন।

প্রথম আলোর সেই সাভার প্রতিনিধি আটক!

হাফসা আক্তারঃ

স্বাধীনতা দিবসের একটি বির্তকিত নিউজের কারণে প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামানকে আটকের অভিযোগ আইন শৃংখলা বাহিনীর বিরুদ্ধে।

ভোর চারটার দিকে তিনটি গাড়িতে মোট ১৬ জন পুলিশ সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের শামসুজ্জামানের আমবাগানের বাসায় যায়। তাঁদের মধ্যে ৫ জন বাসায় ঢোকে।
একজন বাসার একটি ব্যাগ খালি করে সেই ব্যাগে একটি ল্যাপটপ, দুইটো মুঠোফোন ও একটি পোর্টেবল হার্ডড্রাইভ নেয়। এরপর শামসুজ্জামানকে সঙ্গে নিয়ে ৭-৮ মিনিটের মধ্যে বাসা থেকে বের হয়ে যায়।

পরে গাড়ি তিনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় যায়। সেখানে নুরজাহান হোটেলে সাহরি সম্পন্ন করেন তাঁরা। পরে ভোর পাঁচটার দিকে নম্বরপ্লেটহীন একটি গাড়ি শামসুজ্জামানকে নিয়ে ঢাকার দিকে চলে যায়।

আর দুইটি গাড়ি (ঢাকা মেট্রো-চ ৫৬-২৭৪৭ এবং ঢাকা মেট্রো-জ ৭৪-০৩৩১) আবার বাসার সামনে গিয়ে ১৫ মিনিটের মতো অবস্থান নেয়। সাড়ে পাঁচটার দিকে এই গাড়ি দুটিও চলে যায়।

বাসা থেকে তুলে নেওয়ার সময় বাসার মালিককে ডাকেন পুলিশের এক কর্মকর্তা। এ সময় পুলিশ জানায়, শামসুজ্জামানের করা একটি প্রতিবেদনের বিষয়ে রাষ্ট্রের আপত্তি আছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নেওয়া হচ্ছে।

পুলিশের এই সদস্যরা নিজেদের সিআইডির লোক হিসেবে দাবি করেন। এই ১৬ জনের মধ্যে আশুলিয়া থানার উপ-পরিদর্শক রাজু ছিলেন। ঘটনার সময় ঘটনাস্থলে থাকা একাধিক সাংবাদিকের মাধ্যমে এই সকল তথ্য পেয়েছে করাপশন ইন মিডিয়া।

যে তিনটি গাড়ি প্রথম আলোর সাংবাদিককে তুলে নেয়ার কাজে ব্যবহৃত হয়,সেই বহরের একটি গাড়ির ছবিও হাতে পেয়েছে করাপশন ইন মিডিয়া।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম