আমির হোসেন আমু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার॥
সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে পশ্চিম ধানমন্ডি থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। আমুর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান সবুজ বাংলাদেশরক জানিয়েছেন, আমির হোসেন আমুকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হবে।

সবা:স:মা-৪০/২৪

 

মানিক নগরে জুয়াড় আস্তানা থেকে ১৬ জুয়ারীদের আটক করছে পুলিশ

প্রিয়া চৌধুরী:

রাজধানীর মুগদা থানার আওতাধীন মানিক নগর এলাকা থেকে কুখ্যাত জুয়াড়ি নুর ইসলামের জুয়ার আস্তানা থেকে জুয়া খেলা অবস্থায় নুর ইসলাম সহ ১৬ জন জুয়াড়ি কে আটক করছে মুগদা থানার পুলিশ সদস্যরা। যানাযায় গত কাল মঙ্গলবার গভীর রাতে মুগদা থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান এর নির্দেশনায়, আশীষ কুমার দেব ইন্সপেক্টর (অপারেশন) এর নেতৃত্বে সঙ্গীয় সাব ইন্সপেক্টর মেহেদী হাসান মৌসুম, সাব ইন্সপেক্টর কামরুজ্জামান সহ মুগদা থানার একটি চৌকস টিম রাতভর অভিযান পরিচালনা করে মুগদা থানা এলাকার মানিক নগর পাকা রাস্তার মাথা হুমায়ুন মাস্টারের বাড়ি থেকে গভীর রাতে খেলারত অবস্থায় প্রধান জুয়ারী নুর ইসলাম সহ ১৬ জনকে আটক করেন। আটক কৃতরা হলেন ১, নুর ইসলাম সে দীর্ঘদিন ধরে মানিকনগর এলাকায় এ জুয়ার ব্যবসা পরিচালনা করে আসছিলেন, ২,মোঃ আক্তার হোসেন, ৩,মোঃ শরিফুল ইসলাম, ৪,মোঃ জামাল ৫, মোঃ টুলু ৬,মোঃ শরিফ ৭,জাকির হোসেন ৮, মাসুদ বাদল ৯,মোঃ আল আমিন সিকদার ১০, মোঃ আবুল কালাম ১১,কবির হোসেন ১২,মোঃ নজরুল ইসলাম ১৩,মোঃ বাদশা মিয়া ১৪, মোঃ সারোয়ার আলী ১৫,মোঃ মনির হোসেন ১৬ মোঃ কবির হোসেন হাওলাদার। এ সময় তাদের কাছ থেকে আলামত হিসেবে সর্বমোট নগদ ১৪,১৮০/ চৌদ্দ হাজার একশত আশি টাকা সহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করেন। ধৃত আসামীদের প্রকাশ্য আদালতে হস্তান্তর করা হয়েছে । এ বিষয়ে মুগদা থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন নুর ইসলাম দীর্ঘ দিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘন ঘন জায়গা বদল করে গোপনে জুয়ার আস্তানা তৈরি করে গভীর রাতে নিরিবিলি সময় জুয়া খেলার আসর বসাতো, এ সমস্ত জুয়ারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জুয়াড়ীদের গ্রেফতারের খবরে এলাকার বসবাসকারী লোকজনেরা মুগদা থানার পুলিশ সদস্য সহ অফিসার ইনচার্জ তারিকুজ্জামান কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। এরকম অভিযান অব্যাহত থাকলে নুর ইসলামের মত জুয়াড়ী গডফাদার দের উচ্ছেদ করতে সক্ষম হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের