তারাকান্দায় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাসুদ মিয়া,তারাকান্দা প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে খতমে কুরআন, র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উপজেলা হলরুমে। উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমতের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফজলুল হক, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদিপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার, সহ সভাপতি মেজবাহ উল আলম রুবেল চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন ছাড়াও আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন তারাকান্দা উপজেলার ফিল্ড সুপারভাইজার, উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিসহ ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।

এ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল রিপোর্টার্স (এপিআর)-এর যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদকঃ
এ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল রিপোর্টার্স (এপিআর) নামে নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ইফতারপূর্ব এক আলোচনা সভা শেষে নতুন কমিটি ঘোষণা হয়। উপস্থিত সবার সম্মতিক্রমে আংশিক নতুন কমিটিতে বিভিন্ন পদে মনোনীতরা হলেন- সভাপতি ইউসুফ আলী (মাই টিভি), সহ-সভাপতি জাহিদুল ইসলাম রনি (সংবাদ প্রতিদিন), সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ মুহিব (বাংলা ভিশন), সাংগঠনিক সম্পাদক উমর ফারুক (সংবাদ সারাবেলা), অর্থ সম্পাদক জেহাদ চৌধুরী, (দৈনিক সময়), দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মৃধা ( দিনকাল), প্রচার সম্পাদক বোরহান উদ্দিন (ঢাকা মেইল), সাংস্কৃতিক সম্পাদক হুমায়রা ফারুকী (জিটিভি), ক্রীড়া সম্পাদক এম এস নাঈম (ঢাকা টাইমস), এছাড়া কার্য্যনির্বাহী সদস্য সুমন প্রামানিক (নাগরিক সংবাদ) ও জাহিদ রহমান (আরটিভি) মনোনীত হয়েছেন।

এপিআর নামে নতুন এই সংগঠন বিভিন্ন রাজনৈতিক বিটে কর্মরত সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা, পরষ্পরের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি, পেশাগত দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন নতুন কমিটির নেতারা। একইসঙ্গে আগামী মে মাস থেকে সদস্য সংগ্রহ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম