আফগানিস্তানের কাছে হেড়ে যা বললেন শান্ত

দৈনিক সবুজ বাংলাদেশ ডেস্ক:

 

হারের বৃত্তে বন্দী হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। কোনো ভাবেই যেনো হারের বৃত্ত ভাঙতে পারছেন না তারা। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ হারের পর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৯২ রানে হেরেছে বাংলাদেশ। বুধবার (৬ নভেম্বর) শারজাহতে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৯২ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। অথচ ২ উইকেট হারিয়েই ১২০ রান তুলে ফেলেছিল টাইগাররা। এরপর আল্লাহ গজনফরের স্পিনের মায়াবী ফাঁদে পা দিয়ে আর মাত্র ২৩ রান তুলতেই বাকি ৮ উইকেট হারায় শান্তর দল। ফলে ৯২ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের।এমন হারের পর শান্ত জানান, তার উইকেটই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। টাইগার দলপতি বলেন, আমার উইকেটটা পার্থক্য গড়ে দিয়েছে। আমি সেট ব্যাটার ছিলাম। মিরাজ ও সৌম্যদের ক্ষেত্রে ব্যাপারটা একই। এমন কন্ডিশনে আপনাকে লম্বা সময় ব্যাটিং করতে হবে। বাংলাদেশের ইনিংস হঠাৎ ধসে পড়ে ১৮ বছর বয়সী স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফারের স্পিনে। মাত্র ২৬ রানে ৬ উইকেট শিকার করেছেন তিনি। ম্যাচসেরা হওয়ার দিনে শিকার করেছেন মিরাজ, মুশফিক, রিশাদ ও তাসকিনকে। আফগান স্পিনারের প্রশংসার পাশাপাশি পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকারের কথাও বলেছেন শান্ত।

তিনি বলেন, আফগানিস্তান সবসময় রহস্যময় স্পিনারে ভরা। তারা সবাই ভালো বোলিং করেছে, বিশেষ করে গাজানফার। আমাদের প্রস্তুতি খুবই ভালো ছিল কিন্তু দিনটা আমাদের নয়। আশা করি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব। বোলিংয়েও বাংলাদেশের শুরুটা ভালো হয়েছিল। মাত্র ৭১ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল আফগানরা। হাসময়তউল্লাহ ও নবি ১০৪ রানের জুটিতে সেখান থেকে দলকে টেনে তোলেন। শেষের দিকে নাঙ্গোলিয়া খারাটের ক্যামিও বাড়িয়েছে আফগানিদের রান। শান্তর মতে, অ্যাগ্রেসিভ বোলিং করতে যাওয়ার কারণেই শেষের দিকে কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য।

তিনি বলেন, আমাদের শুরুটা ভালো হয়েছিল। প্রথম ১৫-২০ ওভারে আমরা দারুণ বোলিং করেছিলাম। মাঝের সময়ে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। নবি দারুণ ব্যাটিং করেছে। আমার মনে হয় না আমাদের আক্রমণ (বোলিং) প্রয়োজন ছিল। উইকেটে বাউন্স কম ছিল।

সবা:স:জু-৪৮/২৪

 

আজ মেঘনায় মুখরিত নৌকা বাইচ প্রতিযোগিতা

মো.আনোয়ার হোসেন:

কুমিল্লা মেঘনা উপজেলার রামপুর বাজার ঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরে হরিপুর যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ আগষ্ট, ২০২৩) পরন্তু বিকেলে একরাশ জলরাশিতে এই নৌকা বাইচ দেখতে নদীর তীরে ভিড় জমায় শত শত নারী পুরুষ। অবাহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে নৌকা বাইচের আয়োজন বলে জানান আয়োজকরা। মেঘনার নদীমাতৃক অন্যতম ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বৈঠার তালে তালে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। উচ্ছ্বাস ও আনন্দ নিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেছেন দূর দূরান্ত থেকে আগত লোকজন। ঢাক ঢোলের তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি মাল্লার বৈঠার ছন্দে মাতিয়ে তোলে নৌকা বাইচ প্রতিযোগিতা।
এ সময় সমাজসেবক গাজী মোহাম্মদ সিরাজুল হক সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেঘনা উপজেলা আওয়ামী লীগের এাণ বিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেন রিপন, সম্রাট জাহাঙ্গীর, মেঘনা উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও রামপুর বাজারের বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, ৯নং ওয়ার্ডের মেম্বার মো. জামান হোসেন প্রমুখ।
উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা করেন, মো.মোখলেছুর রহমান, মো.উজ্জ্বল মিয়া, মো.মিজানুর রহমান। এ নৌকা বাইচ প্রতিযোগিতায় ৮টি নৌকা অংশ নেয়। এর মধ্যে দাউদকান্দি উপজেলাসহ মেঘনার বিভিন্ন এলাকা থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা