নিখোঁজ হওয়া মুনতাহার কোনো খোঁজ মিলেনি

স্টাফ রিপোর্টার॥
মুনতাহা নামের ছোট্ট মেয়েটার প্রানের বিনিময়ে তার বাবা-মা সব কিছু দিতে রাজি। মুনতাহার বাবা-মা পাগল প্রায়! আজ প্রায় ৭ দিনের অধিক সময় সিলেটের কানাইঘাট থেকে মুনতাহা নিখোজ। এমতাবস্থায় মুনতাহাকে খুজে পেতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
মুনতাহা কে কেউ খুজে পেলে উক্ত নাম্বরে যোগাযোগ করুন।নি’ষ্পাপ বাচ্চাটিকে তার মায়ের বুকে ফিরিয়ে দিতে সাহায্য করুন।
যোগাযোগ: মাহবুব মোরশেদ- ০১৭৯৯৬৭৫৬২৭
সেলিম আহমদ- ০১৭৩২৪৭৩৪২৬
সবা:স:জু-৫৬/২৪
সাদাপাথর ফেরত দিতে জেলা প্রশাসনের মাইকিং

সাদাপাথর ফেরত দিতে জেলা প্রশাসনের মাইকিং

সিলেট সংবাদদাতা:

সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক সারোয়ার আলম জানিয়েছেন, আগামী ২৬ আগস্ট (মঙ্গলবার) সন্ধ্যা ৫টার মধ্যে যার কাছে সাদাপাথর মজুদ আছে, তাদেরকে নিজ উদ্যোগে ও নিজ খরচে সেসব পাথর ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ের পর কারো কাছে এসব পাথর পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ইতোমধ্যেই কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলার জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে অন্যতম হলো পাথর উদ্ধারে স্থানীয় জনপ্রতিনিধিরা সরাসরি দায়িত্ব পালন করবেন। জেলা প্রশাসক স্পষ্ট করে জানিয়েছেন, জনপ্রতিনিধিরা সরকারের অংশ হওয়ায় এই অভিযানে তাদেরও দায় রয়েছে। তাই তারা নিজ নিজ এলাকায় খোঁজ নিয়ে লুকানো পাথর উদ্ধার করে সাদাপাথরে পৌঁছে দেবেন।

এছাড়া স্থানীয় জনগণকে অবহিত করতে সংশ্লিষ্ট এলাকায় মাইকিংও করা হয়েছে। জেলা প্রশাসন আরও জানায়, সময়সীমা পেরিয়ে গেলে শুধু দোষীদের বিরুদ্ধেই নয়, বরং যেসব এলাকার দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিদের এলাকায় অবৈধ পাথর পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক সারোয়ার আলম বলেন, এটি শুধু উদ্ধার প্রক্রিয়া নয়, একইসাথে পাথর লুটের মূলহোতাদের আইনের আওতায় আনার কাজও চলবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের