এ এক নতুন অভিঙ্গতা

স্টাফ রিপোর্টার॥


জীবনে একটি নতুন অভিঙ্গতা হল। যা আগে অনেক শুনেছি কিন্তু বাস্তবতা কখনও দেখিনি। গতকাল একটি হোটেলে আমাদেও সাংগঠনিক মিটিং ছিল। আমরা হোটেলের এক পাশে একটি বেজমেন্ট নিয়েছিলাম। পুরো হোটেলে ছোট ছোট রুম করা।সেখানে দেওয়া আছে দুই সিটের উঁচু উঁচু চেয়ার সামনে একটি ছোট্ট ডাইনিং টেবিল।
কপোত কপোতিরা জোড়ায় জোড়ায় আসছে আর দুইটি চেয়ার একটি টেবিল দখল করে বসেছে। চেয়ারের পেছন থেকে দেখলে কাউকেই খুজে পাবেন না। কিছুক্ষনের জন্য তারা এখানে আসে, কিছু খায় আর যতক্ষন এখানে থাকে একজন আরেকজনের শরিরের সাথে মিলে মিশে থাকে। এরা সকলেই স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী।

এই ছেলে-মেয়ে গুলো যা করছে সমস্ত দায়ভার পিতামাতার ওপর বর্তাবে।

সাধারনত ছেলেরা সেক্ষয়ালি অ্যাডাল্ট হয় ১৫-১৭ এর মধ্যেই। মেয়েরা ১৫ এর আগেই। সেখানে আমাদের দেশে মেয়েদের বিয়ের বয়স ১৮ আর ছেলেদেও ২১ বছর। কিন্তু সিস্টেম আবার অন্যরকম। ছেলেদেও চাকরির বয়স ৩২ বছর। গ্রাজুয়েশন শেষ করতে করতে বয়স হয়ে যায় ২৬/২৭ বছর। গড় আয়ু যদি হয় ৬৫ তাহলে ৩২ বছর বয়স পর্যন্ত সে অন্যেও উপর ডিপেন্ডেড। এরপর সাবলম্বি হয়ে মানে জব পেয়ে বিয়ে করবে ৩২ এর পর।

যে ছেলেটা সেক্সুয়ালি অ্যাডাল্ট হইল ১৭ তে, সে বিয়ে করলো আরো ১৫ বছর পর। এই ১৫ বছর সে কি করবে? পাড়ায় যাবে না? ঈার্কেও চিপায় প্রেমিকার শরিরে হাত দিবে না? দাঁতে দাঁত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে? বোথ ফর বয়েজ অর গার্লস? লজিক্যালি কতটুকু পসিবল? একটা ছেলে ১৭ বছর অপেক্ষা করবে ১৭ বছর আগের ক্ষুধা মিটানোর জন্য? আমরা জীব, পাথর না। আমাদেও ফিজিক্যালি চাহিদা আছে। তাই বলে ১৭ বছর অপেক্ষা করবে ? আপনি বা কেউ কি বিলিভ করেন যে কেউ অপেক্ষা করে। অপেক্ষা করেনা বলেই এই দেশে প্রাইভেট রেস্টুরেন্ট এ প্রাইভেট জোন লাগে। মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপরিওয়ালা ছোট ছোট ঘর লাগে। পার্কে ছাতাওয়ালা প্রাইভেসি লাগে। সবই এই সমাজ জানে।
(কালেক্টড)

সবা:স:সুু-৭২/২৪

প্রাথমিকের প্রধান শিক্ষকের ৩৪ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ

প্রাথমিকের প্রধান শিক্ষকের ৩৪ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ

ডেস্ক রিপোর্ট:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদ রয়েছে ৩৪ হাজার ১০৬। তবে সরাসরি নিয়োগযোগ্য পদ ২ হাজার ৬৪৭। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এই পদগুলো শূন্য থাকায় প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। এ সমস্যা নিরসনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ রয়েছে ৬৫ হাজার ৫০২টি।

বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে ৩১ হাজার ৩৯৬ জন কর্মরত আছেন। শূন্য পদ রয়েছে ৩৪ হাজার ১০৬টি। শূন্য পদসমূহের মধ্যে সরাসরি নিয়োগযোগ্য পদ ২ হাজার ৬৪৭টি।
সরাসরি নিয়োগযোগ্য পদগুলোর ১০ শতাংশ পদ সংরক্ষণ করে অবশিষ্ট ২ হাজার ৩৮২টি পদে স্বতন্ত্রভাবে সরাসরি নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ে চাহিদা পাঠানো হয়েছে। সরাসরি নিয়োগযোগ্য প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের জন্য শিগগিরই বাংলাদেশ কর্মকমিশন থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ ছাড়া জাতীয়করণকৃত শিক্ষকদের গ্রেডেশন সংক্রান্ত ৭৩/২০২৩ নম্বর সিভিল আপিল মামলা নিষ্পত্তি হওয়া মাত্র সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতিযোগ্য ৩১ হাজার ৪৫৯টি পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের