স্টাফ রিপোর্টার:
অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেয়া দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনের বিরুদ্ধে বঙ্গভবনের সামনে মশাল মিছিল হয়েছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে সেখ বশির উদ্দিনসহ আরও দুই নতুন উপদেষ্টাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর বঙ্গভবনের সামনে মশাল মিছিল করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এসময় ‘আওয়ামী লীগের উপদেষ্টা মানি না, মানব না’ ইত্যাদি বলে স্লোগান দেন তারা।
মশাল মিছিলে অংশ নেওয়া গণপরিষদের এক কর্মী বলেন, আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাইকে উপদেষ্টা পরিষদে কোনোভাবে মেনে নেওয়া হবে না। কীসের ভিত্তিতে হাজারো প্রাণের বিনিময়ে আসা অন্তর্বর্তী সরকারে বশির উদ্দিনের ঠাঁই হলো, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
শ্রমিক অধিকার পরিষদ মহানগর উত্তরের সভাপতি মাহমুদুল হক শিপন বলেন, দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো আওয়ামীপন্থি। আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে শিল্পপ্রতিষ্ঠান দিয়ে লুটপাট করা হয়েছে। আকিজ গ্রুপ ওই পরিবারেরই সদস্য। এখন যদি ওই পরিবারের থেকে উপদেষ্টা করা হয়, তাহলে তো অন্তর্বর্তী সরকারও আওয়ামী লীগের মতো হয়ে যাবে। তাই কোনো শিল্পগোষ্ঠী থেকে যেন কোনো উপদেষ্টা দেওয়া না হয়, এজন্য আন্দোলন করছি।
গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে সেখ বশিরকে সরিয়ে দেওয়ার দাবি জানান।
প্রসঙ্গত, রবিবার শপথ নেওয়া নতুন উপদেষ্টাদের মধ্যে সেখ বশির উদ্দিনকে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
যশোরের শার্শা উপজেলায় গত ১৬ বছরে স্থানীয় সাবেক এমপি শেখ আফিল উদ্দিনের মদদে ৬৯ জনকে হত্যা করা হয়েছে। প্রায় তিনশ' বিঘা জমি জোরপূর্বক দখলের অভিযোগও আছে আফিলের বিরুদ্ধে। তারই আপন ভাই আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন কিছুক্ষণ আগে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। এটাকেই বলে শহীদের রক্তের সাথে বেঈমানী। বাকি সব ফাচুকি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.