জবি শিক্ষার্থীদের প্রতি উপদেষ্টা নাহিদের আশ্বাস

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ৩ দিনের মধ্যে নতুন ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে এ আশ্বাস দেন তিনি।
এদিন দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ ৩ দফা দাবি এবং ইউজিসির পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তি ও বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দ বৃদ্ধির দাবিতে সচিবালয় এলাকায় শিক্ষাভবন ঘেরাও কর্মসূচি পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজারের বেশি শিক্ষার্থী গণপদযাত্রা নিয়ে সচিবালয়ের অদূরে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন।
পরবর্তীতে দুপুর পর্যন্ত তাদের শিক্ষাভবন মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নিতে দেখা যায়। একই সময় ‘আমি কে, তুমি কে জবিয়ান, জবিয়ান’, ‘মুলা না ক্যাম্পাস ক্যাম্পাস, ক্যাম্পাস’, ‘আপস না সংগ্রাম সংগ্রাম, সংগ্রাম’, অধিকার না অন্যায়, অধিকার, অধিকার’ ছাড়াও বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
একপর্যায়ে বিকেলের দিকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সচিবালয়ের সামনে আসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ৩ দিনের মধ্যে নতুন ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরের আশ্বাস দেন তিনি। সেই সঙ্গে উপদেষ্টা নাহিদ বলেন, জবি শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। তাদের সব দাবি পূরণ করার চেষ্টা করা হবে।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- স্বৈরাচারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং ৭ দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসেবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ করতে হবে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা আসতে হবে যে সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা হয়েছে এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা দিতে হবে (অগ্রাধিকার ভিত্তিতে হল), অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সব অনৈতিক চুক্তি বাতিল করতে হবে।

শেরপুরে ২৯৭ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ চালক গ্রেপ্তার

শেরপুরে ২৯৭ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ চালক গ্রেপ্তার

শেরপুর সংবাদদাতা:

শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা ১১ বস্তাভর্তি ২৯৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ একটি প্রিমো প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ। জব্দকৃত এসব মাদকের বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। এদিকে, এই ঘটনায় প্রাইভেটকার চালক সাজ্জাদ হোসেন রকিকে (২৮) পৌর শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে জামালপুর জেলার সদর উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের মুজিবুর রহমান বাচ্চুর ছেলে। শনিবার (৯ আগস্ট) দুপুরে গ্রেপ্তার রকিকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত মধ্যরাতে পাচারকালে পৌরশহরের ঢাকা বাস স্টেশন এলাকা থেকে প্রাইভেটকারে ১১ বস্তাভর্তি ২৯৭ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ করা হয়। তবে টহলরত পুলিশের গাড়ি দেখে আগেই প্রাইভেটকারটি রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা।

থানা পুলিশ জানায় চোরাচালান রোধে রাত্রিকালীন নিয়মিত টহলের অংশ হিসেবে ঢাকা নালিতাবাড়ী মহাসড়ক পথে পুলিশের পিকআপ ভ্যান নালিতাবাড়ী শহরের দিকে আসছিল। রাত সোয়া একটার দিকে ঢাকা বাস স্টেশনের দক্ষিণ পাশে আসা মাত্রই ঢাকাগামী একটি প্রাইভেটকার পুলিশের পিকআপ ভ্যান দেখে রাস্তার পাশে থাকা বাড়ির সামনে কারটি রেখে দ্রুত পেছনের জলাভূমি দিয়ে পালিয়ে যায় জড়িতরা। এসময় পুলিশের সন্দেহ হলে তারা প্রাইভেটকারে তল্লাশি চালায়। তল্লাশিকালে প্রাইভেটকারের পেছনের ছিট ও বেক ডালায় রাখা মোট ১১ বস্তাভর্তি বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করা হয়। ওইসব বস্তা খোলে ২৯৭ বোতল ম্যাজিক মোমেন্ট, ইম্পেরেয়িাল ব্লু, ম্যাগডুয়েলস ও রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের মদ পাওয়া যায়। পুলিশ প্রাইভেটকারসহ ওইসব মদ জব্দ করে থানা হেফাজতে নেয়। পরে পৌরশহর এলাকায় অভিযান পরিচালনা করে চালক সাজ্জাদ হোসেন রকিকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান প্রাইভেটকারে ১১ বস্তাভর্তি মাদক পাচারের সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ইতোমধ্যে প্রাইভেটকার চালককে গ্রেপ্তার করা হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম