মাজেদা জলিল মডেল স্কুল এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ২রা এপ্রিল ২০২২ইং তারিখ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আব্দুল জলিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ওবায়দুল্লাহ আজিম এর এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল জলিল বিদ্যালয়টি খুব শীঘ্রই একটি মডেল স্কুলে রূপান্তরিত করতে সকল ব্যবস্থা গ্রহণ করিবেন বলে আশা ব্যক্ত করেন পাশা পাশি অএ এলাকার অভিভাবকবৃন্দ কে তাদের সন্তানদের সুশিক্ষিত করতে মাজেদা জলিল মডেল ইস্কুলে ভর্তির জন্য অনুরোধ করেন

স্নাতকের মেধা তালিকায় তৃতীয় স্থানে অবন্তীকা

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি:

সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৬৫ পেয়ে স্নাতকে তৃতীয় স্থান অর্জন করেছেন সম্প্রতি আত্মহত্যা করা জবি ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তীকা।

রবিবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএলবি প্রোগ্রামের ৮ম সেমিস্টারের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী , ৮ম সেমিস্টারে জিপিএ ৩.৭৩ পেয়েছেন অবন্তিকা। এর মধ্যে স্পেশাল পেনাল ল কোর্সে তিনি পেয়েছেন ৩.৭৫, ল অব ক্রিমিনাল প্রোসিডিউরে পেয়েছেন ৩.৫০, কনভিয়েন্সিং, ড্রাফটিং অ্যান্ড ট্রায়াল অ্যাডভোকেসি ট্রেনিংয়ে ৩.৫০, লিগ্যাল রিসার্চ অ্যান্ড রাইটিং কোর্সে ৩.৭৫, লিবারেশন মুভমেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কোর্সে ৪.০০ ও মৌখিক পরীক্ষায় জিপিএ ৪.০০ পেয়েছেন তিনি।

উল্লেখ্য যে গত ১৫ মার্চ ফেসবুকে পোস্ট দিয়ে জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ফাইরুজ অবন্তিকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন অবন্তিকার মা। অভিযুক্ত দ্বীন ইসলামের জামিন মঞ্জুর হলেও কারাগারে আছে অভিযুক্ত আম্মান।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম