স্টাফ রিপোর্টার:
মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) ‘দাতুক’ খেতাবধারী এক বাংলাদেশিকে আটক করেছে। ‘দাতুক’ মালয়েশিয়ায় একটি সম্মানসূচক উপাধি, যা গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেয়া হয়ে থাকে।
মালয়মেইল জানিয়েছে, ওই ব্যক্তিকে কাল্পনিক প্রকল্পের জন্য বিদেশি শ্রমিক কোটার আবেদনসংক্রান্ত ভুয়া তথ্য জমা দেওয়ার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ১১ লাখ রিঙ্গিত মূল্যের ওই কোটায় মানবসম্পদ মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন ছিল।
এমএসিসি জানায়, সন্দেহভাজন ব্যক্তি ২০২৩ সালের কোনো এক সময় মোট ৬০০ জন শ্রমিকের জন্য দুটি কোটার আবেদন জমা দিয়েছিল। দুটি আবদনের জন্য প্রয়োজনীয় শুল্কের পরিমাণ প্রায় ৪ লাখ ৬০ হাজার এবং ৬ লাখ ৫০ হাজার রিঙ্গিত।
অধিকতর তদন্তের জন্য তাকে ১৭ নভেম্বর পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে।
সবা:স:সু-১০৪/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.