উপদেষ্টা নাহিদের বিরুদ্ধে অপপ্রচার, অবস্থান স্পষ্ট করল আন্দোলনকারীরা

উম্মে রাহনুমা, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান হল আন্দোলনকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।  বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তিসহ পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলনের মুখপাত্র তৌসিব মাহমুদ সোহান ও সংগঠক একেএম রাকিব।

লিখিত বক্তব্যে সোহান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ২য় ক্যাম্পাস আন্দোলন শুরু হওয়ার পর, মিছিলের জন্য বিভিন্ন স্লোগান তৈরি হয় তার অংশ হিসেবে ২রা নভেম্বর একটা স্লোগান যোগ করা হয়। “আর্মি হবে ঠিকাদার, সব শালারাই বাটপার।” স্লোগানটি ছিলো মূলত ফ্যাসিবাদ আমলে নিয়োগপ্রাপ্ত দূর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে, কারন গত ৬বছরে তারা ২য় ক্যাম্পাসের জমি অধিগ্রহন করতে পারেনি, প্রকল্পের মেয়াদ ৪ বার বৃদ্ধি করেও কাজ শেষ করতে পারেনি বরং তারা নিজেদের পকেটভারী সহ রীতিমত পুকুরচুরির ঘটনা ঘটিয়েছে যা কোনো ভাবেই উপদেষ্টা নাহিদ কিংবা এই অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করা হয়নি। কিন্তু দুঃখের বিষয় হলো সাবেক স্বৈরাচার সরকারের পেতাত্মারা এটা নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তাদের স্পষ্টভাবে বলতে চাই আপনারা ঐক্যের ফাটল ধরাতে পারবে না, আমরা দেশের স্বার্থে স্বৈরাচার, দূর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে এক ও অদ্বিতীয়।
ছড়িয়ে পড়া ওই ভাইরাল ভিডিওতে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’ বলে স্লোগান দিচ্ছে। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে সচিবালয়ের সামনে উপস্থিত ছিলেন উপদেষ্টা নাহিদ। অন্য শিক্ষার্থীরাও জানান, এই স্লোগান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু হওয়ার পর থেকেই দিয়ে আসছিলো। মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্য করে এই স্লোগান দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবি তাদের স্লোগান আর ওইসময়ের ভিডিও দুইটা একত্র করে অপপ্রচার চালাচ্ছে সুযোগ সন্ধানীরা।

উল্লেখ্য, গত সোমবার (১১ নভেম্বর) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তিসহ পাঁচ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। তাদের সঙ্গে দেখা করে আগামী তিন দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস দেন উপদেষ্টা নাহিদ ইসলাম। পরবর্তীতে শিক্ষার্থীদের ১২ সদস্যের এবং শিক্ষকদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপ-উপদেষ্টা ও তথ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। আশ্বাস পেয়ে চার ঘণ্টা পর সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা।

বিপদ আসতে পারে. সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

বৈশ্বিক অবস্থা ব্যাবহার করে শেখ বলেন, নিয়ম ব্যবস্থার সামনে এগিয়ে যেতে হবে। কোনো জমি পিত রাখা যাবে না। কারণ সময় বিপদ আসতে পারে। সতর্কভাবে কাজ করতে হবে।

(১ মার্চ মহানগর) শেরে বাংলা এনসিস্পেশার কক্ষে জাতীয় অর্থনৈতিক আলোচনার (এনআইসি) পরীক্ষা ও এনইসি চেয়ারপারসন এই নির্দেশ দেন। জনসভার সম্ভাব্য প্রার্থী প্রতিমন্ত্রী শামসুল আলমকে তথ্য জানান।

নির্দেশক অনুশাসন বা নির্দেশনা প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে গণনা করা হয়েছে। তাই প্রশাসন অনুশাসন, সময় আসতে পারে। যুদ্ধের কারণে অনেক সমস্যা হচ্ছে। এটা আগে কেউ জান না। তাই সতর্কতা অবলম্বন করার নির্দেশনা নির্দেশনা।

সাংবাদিকদের এক প্রশ্নের কোনো প্রশ্নে তিনি বলেন, একবার জিনিসের দাম বাড়লে বেশি দেখা যায়। তাই ধাপে ধাপে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। সেতুরঘাটি কমাতে এই উদ্যোগ। কারণ কৃষি খাতে কোনোভাবেই ভর্তুকি কমানো যাবে না। কিন্তু বিদ্যুতের গ্রাহক উচ্চতর, মধ্যবিত্ত থেকে শুরু করে।

প্রকল্পের গুণগত গুণগত মান অপর এক প্রশ্নের উত্তরে প্রতি বলেন, গুণগত মান বাড়াতে বলাইগা প্রকল্প বাস্তবে সুযোগ দেওয়া হয়েছে। গুণগত মানের পরিবর্তনের কারণে সাধনের মাধ্যমে সম্ভব হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান