গোপালগঞ্জ জেলার সদর থানা বিএনপির বর্তমান সভাপতি সিকদার শহিদুর ইসলাম লেনিন এর বিরুদ্ধে বিস্তর অভিযোগ

হাসান আলী॥
গোপালগঞ্জ জেলার সদর থানা বিএনপির বর্তমান সভাপতি সিকদার শহিদুর ইসলাম লেনিন এর বিরুদ্ধে বিস্তর অভিযোগ সদর থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। সদর থানা বিএনপির নির্যাতিত এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের অভিযোগ ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের পলায়ন করার পর ও গোপালগঞ্জ সদর এখনো আওয়ামী লীগ এবং তাদের দোসরদের নিয়ে তিনি বিএনপি নেতাকর্মীদের নির্যাতন অব্যাহত রেখেছেন। বিগত নির্বাচন গুলোতে বিশেষ করে উপজেলা, পৌর,এবং জাতীয় নির্বাচনের সময় আওয়ামী লীগের জাতীয় নেতা শেখ ফজলুল করিম সেলিমের নির্বাচন পরিচালনা করেন। জাতীয় নির্বাচনের প্রচারণায় সিকদার লেনিন আওয়ামী লীগের বিভিন্ন সভা ও সমাবেশে নৌকার পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এ সংক্রান্ত তথ্য প্রমান এ প্রতিবেদকের কাছে জমা রয়েছে। কেন্দ্র ঘোষিত বিএনপির যে সকল কর্মসূচি ঘোষিত হতো সাংগঠনিক বৃত্তি মজবুত হবে এরকম কর্মসূচি পালন না করে তিনি তার অনুগত লোকজনকে দিয়ে দায় সারা কর্মসূচি করে আওয়ামী এজেন্ডরা বাস্তবায়ন করেছেন,যাতে গোপালগঞ্জের বিএনপি সাংগঠনিকভাবে মজবুত না হয়। যাতে সাপ ও না মরে লাঠিও না ভাঙ্গে। এর কারণ হিসেবে অনুসন্ধান করে জানা যায় তার সাথে সম্পর্ক রয়েছে আওয়ামী লীগের সাবেক এমপি শেখ সেলিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এ পি এস হাফিজুর রহমান লিপুর সাথে রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক। যার ধরুন তিনি প্রশাসনকে ম্যানেজ করে তার অনুসারী এবং আওয়ামী দোসরদের নিয়ে দায়সারা ভাবে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করতেন।

যার ফলস্বরূপ গোপালগঞ্জ সদর থানা বিএনপি সাংগঠনিকভাবে এখন প্রায় বঙ্গুর অবস্থায়। সেই শিকদার লেনিন এখন বিএনপির ত্যাগী নেতা বনে গেছেন। লোকমুখে শোনা যায় গত সেপ্টেম্বর মাসের ১৩ তারিখে বিএনপির কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী এবং তার পরিবার নিয়ে বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে যখন রওনা হন প্রতিমধ্যে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী সহ তার পরিবার এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদার এর ওপর যে হামলা এবং হত্যাকান্ড সংঘটিত হয় তার পিছনেও এই শিকদার লেনিন এর ইন্দন ও উস্কানি রয়েছে। গোপালগঞ্জে বিএনপি’ সাংগঠনিক শক্তিশালী হোক তা তিনি তা চান না। তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে দিদার হত্যা মামলায় বিভিন্ন নিরীহ মানুষকে মামলা ও গ্রেফতারের ভয় দেখিয়েয়ে বিভিন্ন জনের কাছ থেকে বাগিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। গোপালগঞ্জ সদর থানা বিএনপির নির্যাতিত ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মনে করে এমন সুবিধাবাদী নেতৃত্ব দিয়ে যাই হোক গোপালগঞ্জ বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না।

সোনারগাঁওয়ে ফেসবুকে হাহা রিয়েক্ট দেয়ায় দুইজনকে কুপিয়ে জখম

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে হাহা রিয়েক্ট দেয়াকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দুলুভেরকান্দি এলাকার এ ঘটনায় আহতদের বড় ভাই মোজাম্মেল বাদী হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ করেন।
মোজাম্মেল অভিযোগে উল্লেখ করেন, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের শুকুরদী এলাকার আমার ছোট ভাই মো: ইমন ও তার বন্ধু জহির রবিবার রাতে পাশ্ববর্তী দুলুভের কান্দি এলাকায় গেলে ফেইসবুকের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শান্ত (২০) ও ইউসুফ (২১) সহ অজ্ঞাতনামা ২-৩ জন বখাটে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে ইমনকে আহত করে। এসময় জহির তাকে বাঁচানোর চেষ্টা করলে তাকেও ছুরি দিয়ে কুপিয়ে আহত করে। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে।
আহত ইমন বলেন, শান্ত আমার ফেসবুক বন্ধু। তার ফেসবুক পোষ্টে আমি লাভ রিয়েক্ট দিতে গিয়ে ভুলে হাহা রিয়েক্ট দিয়েছিলাম। পরে আবার ওই হাহা রিয়েক্ট কেটে দিয়েছি। কিন্তু শান্ত আমাকে মেসেঞ্জারে গালিগালাজ করে মারধরের হুমকি দেয়। শান্ত সহ আরোও কয়েকজন মিলে আমাকে ও আমার বন্ধু জহিরকে সুইস গিয়ার (ছুরি) দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
সোনারগাঁ থানার ওসি (ভারপ্রাপ্ত) মাহাবুব আলম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম