জবির ভর্তি পরীক্ষা শুরু ৩১ জানুয়ারি

স্টাফ রিপোর্টার:

২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আগামীতে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষায় যুক্ত হচ্ছে নতুন ইউনিট। এছাড়া ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম (দ্বিতীয়বার) সুযোগ না রাখার প্রস্তাব করেছে ভর্তি কমিটি। শিগগির কমিটি ভর্তির নিয়মাবলি চূড়ান্ত করবে।

শনিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির একাধিক সদস্য গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, এবার গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার নেওয়ার প্রস্তুতি নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এর আওতায় আগের মতো লিখিত প্রশ্ন পদ্ধতির সঙ্গে থাকছে নতুন করে বহুনির্বাচনী প্রশ্ন। তবে আগের মতো থাকবে না দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ। এক ইউনিটের পরীক্ষা হবে একই দিনে দুই বা ততোধিক শিফটে। এরই মধ্যে এসব বিষয়ে সুপারিশ এবং প্রস্তাব করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যরা।

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, আমরা এবার গুচ্ছে থাকছি না, এটি  শতভাগ নিশ্চিত। তবে সেকেন্ড টাইম, ভর্তি পদ্ধতি, প্রশ্ন পদ্ধতিসহ যাবতীয় সিদ্ধান্ত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় চূড়ান্ত করা হবে।

ভর্তি কমিটির সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষায় নতুন করে ‘ই’ ইউনিট যুক্ত হয়ে ইউনিট সংখ্যা হবে পাঁচটি। যথারীতি ‘এ’ ইউনিটে বিজ্ঞান অনুষদ, ‘বি’ ইউনিটে কলা অনুষদ, ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ, ‘ডি’ ইউনিটে সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবেন। এরমধ্যে ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবেন সব বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

কমিটি সূত্রে আরও জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা হবে দুই বা ততোধিক শিফটে। এর মধ্যে ব্যবসায় শিক্ষা ও কলা অনুষদের ভর্তি পরীক্ষা হতে পারে সকাল-বিকেল দুই শিফটে এবং বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা হতে পারে সকাল-দুপুর-বিকেল তিন শিফটে।

ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি
বিশ্ববিদ্যালয়ের ভর্তির কেন্দ্রীয় কমিটি এরই মধ্যে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঠিক করেছে। সম্ভাব্য সূচি অনুযায়ী,৩১ জানুয়ারি ভর্তি পরীক্ষা শুরু হতে পারে, যা শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। ৩১ জানুয়ারি ‘সি’ ইউনিট, ৭ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ১৪ ফেব্রুয়ারি ‘ই’ ইউনিট, ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট এবং ২৮ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, গত ২-৩ বছর যেহেতু আমরা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিইনি, এজন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটু সময় লাগছে। আশা করি আগামী দু-একদিনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি আমাদের ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার সবকিছু যেহেতু আইটি দপ্তর করবে, এজন্য একটু গুছিয়ে নিচ্ছেন তারা। তবে এ সপ্তাহে ভর্তি কমিটির সভায় সবকিছু জানিয়ে দেওয়া হবে।

সবা:স:জু-১৩০/২৪

 

চট্টগ্রামে ৬৬মার্কেট ঝুঁকিপূর্ণ নিরাপত্তা সচেতনতায়-সিএমপি

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামে সিএমপি ১২থানায় অর্ধশতের বেশি মার্কেট ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। ভয়াবহ অগ্নিকান্ডের ফলশ্রুতিতে ব্যবসায়ীরা সর্বশান্ত হচ্ছে। এমন ভয়াবহ ঘটনার যেন উদ্রেক না হয় সে জন্য সকল বিপনীবিতান ও মার্কেট সমূহে নিরাপত্তা সচেতনতায়-বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধে সিএমপি কমিচনার কৃষ্ণ পদ রায় (পিপিএম-বার)।

আজ মঙ্গলবার জনস্বার্থে প্রচার ও সচেতনতায় ও ১৭এপ্রিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়,হেডকোয়ার্টার্স দামপাড়া,
হতে সিএমপি এলাকার সকল মার্কেটের সভাপতি/সাধারণ সম্পাদক সহ উপ-পুলিশ কমিশনার (উত্তর/দক্ষিণ/মহানগর /পশ্চিম),অফিসার ইনচার্জ(সকল থানা)কে বিশেষ নির্দেশনায় অনুলিপি পাঠানো হয়।

সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে,ঢাকার বঙ্গবাজার,নিউ সুপার মার্কেটসহ বিপনীবিতান ও পাইকারী ব্যবসার আড়তে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।নিরাপত্তা সচেতনতায়-নিম্মউক্ত বিষয়গুলো যথাযথভাবে অনুসরণে পরামর্শ /নির্দেশনা দিয়েছেন।

১.পর্যাপ্ত সংখ্যক সেচ্ছাসেবক/নিরাপত্তা প্রহরী নিযুক্ত করা।

২.রাত্রিকালীন সময়ে বিশেষ করে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর সমিতির সদস্যদের পালাক্রমে নিযুক্ত করা। ৩ প্রযোজ্য স্থানে সিসি ক্যামেরা স্থাপন করে ২৪ ঘন্টা নজরদারির ব্যবস্থা করা।

৪.পর্যাপ্ত পরিমান অগ্নিনির্বাপক সরঞ্জামাদি(ফায়ার এক্সটিংগুইশার, বালতি, বালি, পানি) ব্যবস্থা রাখা। ৫. ফায়ার সার্ভিসের গাড়ী যেন নিরাপদে মার্কেটে আসা যাওয়া করতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা করা।

কমিশনার কৃষ্ণ পদ রায়,পিপিএম-বার) পক্ষ থেকে সকলকেই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। যে কোন আইনানুগ সহায়তা করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রস্তুত আছে।তথ্য নিশ্চিত করেছেন সিএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (পাবলিক ও মিডিয়া) স্পিনা রানী প্রামাণিক।

ঝুঁকিপূর্ণ নিরাপত্তাহীন বিপনীবিতান ও মার্কেট সমূহের মধ্যে রয়েছে- কোতোয়ালী থানা-১.দিদার মার্কেট ব্যবসায়ী সমিতি ২.টেরী বাজার ব্যবসায়ী সমিতি ৩.রিয়াজ উদ্দিন বাজার বণিক কল্যান সমিতি ৪.তামাকুমন্ডি লেইন ব্যবসায়ী সমিতি
৫.খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ড্রাট্রিজ এসোসিয়েশন ৬. চাক্তাই ব্যবসায়ী কল্যাণ সমিতি ৭. চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতি
৮. বিপনী বিতান (নিউ মার্কেট) ব্যবসায়ী কল্যাণ সমিতি ৯. ভিআইপি টাওয়ার ব্যবসায়ী সমিতি ১০.এ্যাপোলো শপিং সেন্টার ব্যবসায়ী সমিতি ১১. মেট্রোপলিটন হকার্স সমিতি, জলসা মার্কেট ১২. চট্টগ্রাম কাসলীগ, বন্দর বিতান, নুপুর গলি ১৩. ফুটপাত হকার্স সমিতি, জলসা মার্কেট
১৪. রিয়াজ উদ্দন বাজার বণিক সমিতি ১৫. চট্টগ্রাম ডাল মিল ব্যবসায়ী সমিতি।

বাকলিয়া থানা-১. রিভার সিটি মার্কেট, মান্নান টাওয়ার
চকবাজার থানা-১. গুলজার টাওয়ার ব্যবসায়ী সমিতি ২. চকভিউ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি ৩. সুবসতি সৈয়দ টাওয়ার ব্যবসায়ী সমিতি, গুলজার মোড় ৪. সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতি ৫. কেয়ারী ইলিশিয়াম শপিং মল ব্যবসায়ী সমিতি ৬. বলি আর্কেড শপিং মল ব্যবসায়ী সমিতি
৭. মতি কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি ৮. মতি টাওয়ার ব্যবসায়ী সমিতি।
চান্দগাঁও থানা-১. কবির টাওয়ার ব্যবসায়ী সমিতি ২. বশির টাওয়ার ব্যবসায়ী সমিতি ৩. স্বজন সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি। পাঁচলাইশ থানা-১. আড়ং মার্কেট, বিমান অফিস ২. চিটাগাং শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি, ষোলশহর ৩. আফমি প্লাজা ব্যবসায়ী সমিতি ৪. মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি ৫. সানমার ওশান সিটি ওনার্স এসোসিয়েশন ৬. ফিনলে স্কয়ার ব্যবসায়ী সমিতি ৭. নুর টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ ৮. ছিদ্দিক আহমদ কেরানী রোড ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ,আতুরাডিপো ৯. কেন্দ্রীয় কমিটি ও সভাপতি, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি

খুলশী থানা-১.হাইওয়ে প্লাজা দোকান মালিক সমিতি ২. আমিন সেন্টার ব্যবসায়ী সমিতি ৩. ইউনেস্কো টাওয়ার ব্যবসায়ী সমিতি ৪. হাইওয়ে প্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতি।

 

বায়েজিদ বোস্তামী থানা-১.ইসহাক মার্কেট ব্যবসায়ী সমিতি ২. ক্যান্টনমেন্ট সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি,৩. অক্সিজেন মোড় কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি।
ডবলমুরিং থানা-১. সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট ব্যবসায়ী সমিতি ২. চৌমুহনী কর্ণফুলী চট্টক মার্কেট ব্যবসায়ী সমিতি ৩. লাকী প্লাজা ব্যবসায়ী সমিতি, হাজিপাড়া, আগ্রাবাদ
৪. সাউথ ল্যান্ড মার্কেট ব্যবসায়ী সমিতি ৫. আক্তার উজ জামান দোকান মালিক সমিতি ৬.চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশন

পাহাড়তলী থানা-১. অংলকার শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি ২.হানিমুন টাওয়ার ব্যবসায়ী সমিতি ৩ মৌচাক লাব্বাইক ও সিডিএ মার্কেট ব্যবসায়ী সমিতি

বন্দর থানা-১.ঝনক প্লাজা ব্যবসায়ী সমিতি ২.আলী প্লাজা ব্যবসায়ী সমিতি ৩.নতুন পোর্ট মার্কেট ব্যবসায়ী সমিতি।

ইপিজেড থানা-১.চৌধুরী মার্কেট ব্যবসায়ী সমিতি ২. বে-শপিং সেন্টার ব্যবসায়ী সমিতি ৩.শাহপ্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতি ৪.সিটি কর্পোরেশন মার্কেট ব্যবসায়ী সমিতি ৫. আল মদিনা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি
৬. শাহেনশাহ টাওয়ার ব্যবসায়ী সমিতি ৭.ফ্রি-পোর্ট গাজী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি ৮.নেভী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি। পতেঙ্গ থানা- ১.আলী প্লাজা ব্যবসায়ী সমিতি ২. মহাজন গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতি ৩.নুর শপিং সেন্টার ব্যবসায়ী সমিতি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের