মেহেরপুরের গাংনীতে দুই গ্রুপের সংঘর্ষ আহত-১০

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে জমি-জমা সংক্রান্তর জেরে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে আহত ১০ আহত হয়েছে।

আজ বুধবার (২০ নভেম্বর) সকালের বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি নিয়ে কোর্টে মামলাও চলমান রয়েছে। মামলার প্রেক্ষিতে পুলিশি তদন্ত হওয়ার কথা ছিল আজ। এরি ধারাবাহিকতায় দীর্ঘদিনের দ্বন্দ্বের ও রেষারেষির জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

এই ঘটনায় দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে মৃত দেলবার মণ্ডলের আজিজুল ইসলাম (৬৮), আজিজুল ইসলামের ছেলে দুলাল (৩৫), জালাল হোসেনের স্ত্রী রেক্সোনা খাতুন, জলিমুদ্দিনের ছেলে মুজিবুল, আকিজুল ইসলামের ছেলে জালাল (৪০)। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সীমা বিশ্বাস আজিজুল ইসলাম অবস্থা অসংখ্য জনক হাওয়াই তাকে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করেন। এছাড়াও সংঘর্ষে অন্যান্য আহতরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বনী ইসরাইল জানিয়েছেন জমি জমা সংক্রান্ত ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নাটোরে ট্রেনের ইঞ্জিনের চাকায় আগুন

স্টাফ রিপোর্টার: 

নাটোরের লালপুরে মহিষাখোলা এলাকায় সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের চাকায় ব্রেক জ্যাম হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে আগুন নিয়ন্ত্রণের এক ঘণ্টা পর মেরামত শেষে গন্তব্যের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।

শনিবার (২১ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণের পর ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি লালপুর উপজেলার আজিমনগর স্টেশন পাওয়া আগে মহিষাখোলা এলাকায় পৌছাঁলে হঠাৎ ইঞ্জিনের চাকায় ব্রেক জ্যাম হয়ে আগুন জ্বলে উঠে। আগুন লাগার খবরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় এক নারী যাত্রী আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফ দিলে তিনি আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আসে। পরে মেরামত শেষে রাত ৯টা ৫০ মিনিটে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

আজিমনগর স্টেশন মাস্টার কামরুল হাসান লিখন বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেইলকে বলেন, হঠাৎ ব্রেক জ্যাম হলে ইঞ্জিনের চাকায় আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণ আসার পর মেরামত শেষে ট্রেনটি রাত ৯টা ৫০ মিনিটে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এতে করে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

 

সবা:স:জু- ৪৭০/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের