ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ নিহত

সবুজ বাংলাদেশ ডেস্ক:

দখলদার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা ও লেবাননে আরও ৭১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

রোববার (২৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

 

এতে বলা হয়, গাজার নুসেইরাতে একটি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি খান ইউনিসসহ বেশ কয়েকটি এলাকায় দিনভর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

 

অন্যদিকে, লেবাননের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে ৩৩ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এরমধ্যে রাজধানী বৈরুতে একটি আটতলা ভবনে হামলায় ২০ জন এবং পূর্ব লেবাননে ১৩ জনকে হত্যা করে ইসরায়েল।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ১৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ চার হাজার ৪৭৩ জন। বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

অপরদিকে প্রায় এক বছর ধরে সীমান্তে সংঘাত চলার পর গত ২০ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েল। সেই অভিযান শুরুর ১০ দিনের মধ্যে নিহত হন হিজবুল্লাহর প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহসহ বেশ কয়েক জন শীর্ষ কমান্ডার।

ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত ৩ হাজার ৬৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ হাজার ৪১৩ জন।

 

সবা:স:জু-১৭১/২৪

 

যুক্তরাষ্ট্রে বিমা কোম্পানি প্রধানের সন্দেহভাজন হত্যাকারী গ্রেপ্তার

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তাকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

লুইজি মেনজিওনি নামের ওই যুবককে সোমবার, পেনসিলভানিয়ার আলটুনা শহরের ম্যাকডোনাল্ডসের একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে বেশ কয়েকটি ভুয়া পরিচয়পত্র ও একটি বন্দুক জব্দ করেছে পুলিশ। অস্ত্র আইনে মামলা রয়েছে তার বিরুদ্ধে।

উল্লেখ্য, গত বুধবার ভোরের দিকে যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যা করা হয়। হামলার কিছুক্ষণ আগে একটি কফি শপে সন্দেহভাজন হামলাকারীকে দেখা গিয়েছিল। এরপর সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করা হয়।

 

সবা:স:জু-২৭৮/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান