পুলিশদের জনসাধারণের সাথে উত্তম ব্যবহার করতে হবে

স্টাফ রিপোর্টার:

শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বলেছেন, পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবসময় সচেষ্ট থাকতে হবে। সকল পুলিশ সদস্যদের জনসাধারণের সাথে উত্তম ব্যবহার করতে হবে। পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করে পুলিশের গৌরব বৃদ্ধি করতে হবে। অফিসার-ফোর্সকে
শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতাসহ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে চলতে হবে। পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম আজ সকালে শেরপুর জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড পরিদর্শনশেষে পুলিশ অফিসার ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

আজ ২৪ নভেম্বর শেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। অফিসার ও ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত এ মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস এবং টার্ন আউট এর উপর ভিত্তি করে পুলিশ সদস্যদেরকে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। এসময় তিনি প্যারেডে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম।

সবা:স:সু-১৭৯/২৪

চলতি বছরেই ই-পাসপোর্ট চালু হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টারঃ

চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যেই পুরোপুরি ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার সকালে আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সরকার সব পাসপোর্ট ইলেকট্রনিক পাসপোর্টে রূপান্তর করার চেষ্টা করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘চলতি বছরই ই-পাসপোর্টের কাজ সম্পন্ন করা হবে। আমার দায়িত্বকালেই এ কাজ শেষ করে যেতে চাই।’

সেবার মান বাড়ানোর কথা বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘পাসপোর্ট পেতে এখনো বেশি সময় লাগে। কাজ দ্রুত করার কথা বলেছি।’ তবে রোহিঙ্গারা যাতে কোনোভাবেই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করার সুযোগ না পান সেটা নিয়েও সরকারের অবস্থান পরিষ্কার করেন তিনি।

এসময় পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সবার সাথে আলাপের মাধ্যমে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। উঠায় দিলে কি লাভবান হবো কি সমস্যায় পড়বো সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া বাংলাদেশে ভিসা ছাড়া যারা অবস্থান করছেন, ৩১ জানুয়ারির মধ্যে তারা ভিসা সংগ্রহ না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

 

সবা:স:জু- ৬৬৭/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান