বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ

খেলা ডেস্ক: 

সাকিব আল হাসানের পর মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে ডাক পান রিশাদ হোসেন। লেগ স্পিনের শক্তিমত্তা বিবেচনায় বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্স তাকে দলে ভেড়ায়। তবে দলে ডাক পাওয়ার পর থেকেই শঙ্কা ছিল রিশাদের খেলা নিয়ে। কেননা জাতীয় দলের ঠাসা ব্যস্ত সূচি এবং পরবর্তীতে বিপিএল আসর। সবমিলিয়ে রিশাদের বিগ ব্যাশ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সুখবর মিলেছে এই স্পিন অলরাউন্ডারকে নিয়ে। আগামী ২১শে ডিসেম্বর থেকে ২৯শে ডিসেম্বর পর্যন্ত হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই টাইগার লেগি। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএল-এ রিশাদের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি জানান, ‘রিশাদকে ছাড়পত্র দেয়া হয়েছে। ২৯শে ডিসেম্বর সে বরিশাল দলে যোগ দেবে। আশা করি ভালো একটা অভিজ্ঞতা নিয়ে ফিরবে সে।’ টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট চলবে আগামী ১৫ই ডিসেম্বর থেকে ২৭শে জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ, শুরুর দিকে দু’টি ম্যাচ (২১ ও ২৭শে ডিসেম্বর) খেলার সুযোগ থাকছে রিশাদের সামনে। রিশাদের বিগ ব্যাশ দলে অবশ্য তারকার অভাব নেই। সতীর্থ হিসেবে বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ক্রিকেটের খুব চেনা কিছু মুখকে পাবেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা তারকা ম্যাথু ওয়েড আর টিম ডেভিড দু’জনেই আছেন এই দলে। আছেন অজি জাতীয় দলের নিয়মিত মুখ ন্যাথান এলিস এবং বেন ম্যাকডারমট। রিশাদ বিগ ব্যাশে কোচ হিসেবে পাবেন জেফ ভনকে। অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের দলটির হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন তাসমানিয়ার সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং। স্বাভাবিকভাবেই ক্যারিয়ারের শুরুতেই বেশ ভালো একটা পরিবেশ পাচ্ছেন রিশাদ।
হোবার্ট হারিকেন্স স্কোয়াড
চুক্তিবদ্ধ খেলোয়াড়: ইয়ান চার্লিসলে, নিখিল চৌধুরী, টিম ডেভিড, প্যাডি ডুলি, ন্যাথান এলিস, পিটার হাজুগ্লু, শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ), রিশাদ হোসেন (বাংলাদেশ), ক্যালেব জুয়েল, ক্রিস জর্ডান (ইংল্যান্ড), বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, ম্যাথু ওয়েড, চার্লি ওয়াকিম, ম্যাক রাইট।
হেড অব স্ট্র্যাটেজি: রিকি পন্টিং
কোচ: জেফ ভন

 

সবা:স:জু-১৯৩/২৪

পাকিস্তানের মাটিতে সিরিজ জয় টাইগার যুবাদের

দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের মাটিতে সিরিজ জিতল টাইগার যুব দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডেত সোমবার ৪ উইকেটের ব্যবধানে পাকিস্তানি যুবাদের হারিয়েছে বাংলাদেশ। আর এই জয়ের ফলে ২-১ এ সিরিজ জিতে নিল বাংলাদেশের যুবারা।

মুলতান ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ২২০ রান সংগ্রহ করে পাকিস্তান। এদিন পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করেন তাইব আরিফ। সিরিজে দারুণ ফর্মে থাকা আরেক ব্যাটার আরাফাত মিনহাজ করেন ৪৩ রান। বাংলাদেশ দলের হয়ে সমান ৩টি করে উইকেট নেন রাফিউজ্জামান ও রোহানাত দৌলাহ।

মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন আশিকুর রহমান শিবলি। এছাড়া পারেভজ রহমান অপারিজিত থাকেন ৫৭ রানে। এই দুই ব্যাটারের জোড়া অর্ধ-শতকে ১ ওভার বাকি থাকতেই সিরিজ জিতে নেয় টাইগার যুবারা। পাকিস্তানের হয়ে মোহাম্মদ জিসান এবং আরাফাত জিসান নেন ২টি করে উইকেট।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন