শাহজাদপুরে সন্ত্রাসী হামলায় আনোয়ার নামের এক যুবক মৃত্যু শয্যায়

ইসরাফিল শেখ:(সিরাজগঞ্জ) শাহজাদপুর:

সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্রয়লার মুরগি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ জানালে সন্ত্রাসী হামলায় এক যুবক মৃত্যুশয্যায়। শাহজাদপুর পৌর এলাকার ৫ নং ওয়ার্ডে
আইগবাড়ী পাড়কোলা গত ইং ২০/১১/২০২৪ তারিখ আনুমানিক সন্ধ্যা ৫ ঘটিকার সময় আসামীরা সন্ত্রাসী হামলা করেন।

বাড়ী সংলগ্ন ও পাশাপাশি আসামীদের বাড়ীর ১ তলা বিল্ডিংয়ের ছাদের উপর আসামীরা ব্রয়লার মুরগীর ফার্ম করায়, উক্ত ফার্মের দুর্গন্ধে আশেপাশের বায়ু দূষিত হওয়ায় এবং দুর্গন্ধে বসবাসের অযোগ্য হইয়া পড়ায়, সে বিষয়ে কথা বলতে গেলে মোঃ আনোয়ার হোসেন, পিতা- আব্দুস সালাম শেখ সাং- আইগবাড়ী পাড়কোলা, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ। লাঠি দ্বারা হত্যার উদ্দেশ্যে
লক্ষ্য করিয়া বারি মারিলে, উক্ত বারি লক্ষ্যভ্রষ্ট হইয়া বাম চোখে লাগিয়া চোখে রক্তজমাট বেধে চোখের কোনা ফুলিয়া দৃষ্টিশক্তি আংশিক নষ্ট হইয়া যায়। শহীদ মুনছুর আলী হাসপাতালে ভর্তি করা হয়। শহিদ মুনছুর আলী মেডিকেল হাসপাতালে ভর্তি থাকাবস্থায় তাহার অবস্থার অবনতী ঘটিলে উক্ত হাসপাতাল তাহাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করিলে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়, সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষ উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরামর্শ দেন।

এ বিষয়ে শাহজাদপুর থানা এজাহার দায়ের করেন মোঃ শহিদুল সরকার (৪৫), পিতা-মৃত আফসার আলী সরকার, সাং- মাদলা পশ্চিমপাড়া, খানা-শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ।

আসামীরা হলেন:
১। মোঃ আব্দুল মালেক (৫৫), পিতা- মৃত নওশের আলী ২। মোঃ সুমন হোসেন (৩৫) ৩। মোঃ ছানোয়ার হোসেন (৩৮), উভয় পিতা-মোঃ আব্দুল মালেক ৪। মোছাঃ ছানু খাতুন (৫০), স্বামী-মোঃ আব্দুল মালেক ৫। মোহায় রাবেয়া খাতুন (৩০), স্বামী-মোঃ ছানোয়ার হোসেন ৬। মোছাঃ আয়শা খাতুন (৩০), স্বামী-মোঃ সুমন হোসেন ৭। মোছাঃ আম্বিয়া খাতুন (৪২), স্বামী-মোঃ ভোলা ওরফে রুবেল, সাং- আইগবাড়ী পাড়কোলা, খানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জরা।

আসামীরা লাঠি, লোহার রড, হাতুরী ও বাঠাম ইত্যাদি মারাত্বক অস্ত্র সন্ত্রে সজ্জিত হইয়া বেআইনী জনতায় বিবাদির বাড়ীর মধ্যে ঢুকিয়া অকথ্য ভাষায় গালি গালাজ পারিতে থাকিলে ও বিবাদিগনকে বেধরক মারধর করেন সন্ত্রাসী কাদায়।

আহত ব্যক্তিরা হলেন:
১। মোছাঃ জোস্না খাতুন, স্বামী- আব্দুস সালাম শেখ ২। মোছাঃ চাম্পা খাতুন, স্বামী-মোঃ আনোয়ার হোসেন, সাং- পাড়কোলা ৩। মোঃ নাছির সরকার, পিতা-মৃত আফছার সরকার, সাং- মাদলা ৪। মোঃ হাছান শেখ, পিতা- আব্দুস ছালাম শেখ ৫। মোছাঃ রোকেয়া খাতুন, স্বামী-মোঃ হাছান শেখ ৬। মোঃ নজরুল ইসলাম, পিতা-মৃত মেছের প্রাং, সাং- আইগবাড়ী পাড়কোলা, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ।
বিবাদিগনকে সন্ত্রাসীরা মারধর করে ফোলা জখম করেন। আহত ব্যক্তিরা শাহজাদপুর পিপিডি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।উক্ত ঘটনায় মারাত্মক আহত আনোয়ার হোসেন যে কোন মুহুর্তে মৃত্যুবরণ করিতে পারে বলে জানিয়েছেন স্বজনরা।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাছে জানতে চাইলে তিনি বলেন,উভয়পক্ষ অভিযোগ দাখিল করেছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চৌহালীতে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান ফারুক

 

মোঃ ফরহাদ হোসেন-

সিরাজগঞ্জের চৌহালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে স্থল ইউনিয়নের কাবিখা টিআর ইজিপি প্রকল্পের আওতায় বাস্তবায়িত গ্রামীণ রাস্তায় মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক জলবায়ু পরিবর্তন ট্রান্সফারের অর্থায়নে বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করার লক্ষে মাননীয় সংসদ সদস্য অনুকূলে প্রাপ্ত বরাদ্দ ৫হাজার ফলছ ও বজন বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন সরকার‌। আরো উপস্থিত ছিলেন, খাষকাউলিয়া আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ বিদ্যুৎ, আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাবেক ছমের জালাল, স্থল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, স্থল ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সহ প্রমুখ।

এতে প্রায় ১২ কিলোমিটার জুড়ে রাস্তার দুই পাশে এই বৃক্ষরোপণ করা হবে বলে জানানো হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম